এক বছরে প্রতিষ্ঠানটি সম্পন্ন করেছে ২টি আন্তর্জাতিক মাস্টারক্লাস, ৩টি মেন্টর প্রোগ্রাম (৬ মাস মেয়াদী), এলিমেন্টারি কোর্স, অ্যাডভান্সড কোর্স এবং ১০টির মতো বিভিন্ন মেয়াদী কর্মশালা।
এরই ধারাবাহিকতায় ৯ থেকে ১১ জানুয়ারি ২০১৪ পর্যন্ত ৩ দিনব্যাপী ‘কমার্শিয়াল ফটোগ্রাফি এন্ড স্টুডিও ম্যানেজমেন্ট’ শীর্ষক একটি ফটোগ্রাফি কর্মশালার আয়োজন করতে যাচ্ছে তারা।
প্রতিষ্ঠানটির হেড অফ একাডেমিকস দ্বীন মোহাম্মদ শিবলী বলেন, “এই কর্মশালা পরিচালনা করবেন স্টুডিও আরাশের প্রতিষ্ঠাতা ও আলোকচিত্রী আরমান হোসেন বাপ্পী। অনুষ্ঠিত হবে কাউন্টার ফটো উত্তরা ক্যাম্পাসে, যেটি দেশের অন্যতম আধুনিক ও বড় স্টুডিও (এখানে আউটডোর শুটিং এর জন্য ২টি ‘রুফটপ গার্ডেন’ রয়েছে)।
কর্মশালায় অংশগ্রহণকারীরা জানতে পারবেন ইনডোর ও আউটডোর কমার্শিয়াল ফটোগ্রাফির নানান দিক। পাশাপাশি স্টুডিও ব্যবস্থাপনা সম্পর্কেও আলাদাভাবে আলোকপাত করা হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।