আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত- Venezuela’s Angel Falls

নতুন কিছু করতে ভাল লাগে,তাই নতুন কিছু করার চিন্তা করি ।।

বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাতটি ভেনিজুয়েলায় অবস্থিত যা Angel Falls বা স্প্যানিশ ভাষায 'Salto Ángel' নামে পরিচিত এবং এটি সবচেয়ে দীর্ঘতর single drop waterfall। এর উচ্চতা হল ৯৭৯ মিটার (৩,২১২ ফুট) এবং যে জায়গায় পানি পড়ে তা ৮০৭ মিটার (২,৬৪৮ ফুট) পর্যন্ত গভীর। এটি ভেনিজুয়েলার Canaima National Park এ অবস্থিত। আর এই জলপ্রপাতটির উৎস হল 'Churun River'।

Angel Falls-র নামকরন করা হয় আমেরিকান বৈমানিক Jimmie Angel-র নামানুসারে। ১৯৩৩ সালের ৪ নভেম্বর বিমান নিয়ে উড়ে যাবার সময় তিনিই প্রথম এই জলপ্রপাতটি দেখতে পান এবং প্রথম ব্যক্তি হিসাবে উড়ে যাওয়ার সৌভাগ্য অর্জন করেন এবং ফিরে এসে সবার সাথে এই জলপ্রপাতটির কথা বলেন।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.