আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাচনী সহিংসতায় বীরগঞ্জে আরও একজনের মৃত্যু

দশম জাতীয় সংসদের ভোট গ্রহণকালে বীরগঞ্জে ভোট প্রতিরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগ, গুলি বর্ষণ ও বিভিন্ন সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. আসাদুল্লাহ। তিনি বীরগঞ্জের শিবরামপুর ইউপির সাহাডুবি গ্রামের মো. আলিমুদ্দিনের পুত্র। আজ সোমবার ভোরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসাদুল্লাহ মারা যান।

এদিকে, আজ বীরগঞ্জ উপজেলা বিভিন্ন এলাকায় নির্বাচন পরবর্তী সংঘষের্র ঘটনা ঘটেছে।

এতে পলাশবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম শাহ মারাত্মকভাবে আহত হয়েছেন। তার পা ভেঙ্গে দেওয়া হয়েছে এবং মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফরের নেতৃত্বে যৌথ বাহিনী মোতায়েন করা হয়। মোহাম্মদপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে সংঘর্ষ হয়েছে। সেখানে যেৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.