আমাদের কথা খুঁজে নিন

   

খালেদা দুই কূলই হারালেন: হাসিনা

বিরোধী দলবিহীন দশম সংসদ নির্বাচনের একদিন পর সোমবার গণভবনে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “...আমি উনাকে ফোন করেছি, মানেননি। বিএনপি নেত্রী একূল-ওকূল দু’কূলই হারিয়েছেন।

“বৃহত্তর স্বার্থে, সকলের স্বার্থে আলোচনায় রাজি। কিন্তু নির্ভর করে বিএনপি নেত্রীর ওপর। কারণ আগামী সংসদে সংসদে উনি বিরোধী দলের নেত্রী হিসাবে থাকতে পারছেন না।

সাধারণ নির্বাচনের পরদিন এই সংবাদ সম্মেলনের আগে বিদেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাসিনা। তিনি এক প্রশ্নের উত্তরে বলেন, খালেদা গৃহবন্দি নন।

নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল দশম সংসদ নির্বাচন বর্জন করে ভোট ঠেকানোর আহ্বান জানিয়ে হরতাল-অবরোধ ডাকে।

এর মধ্যেই সংঘাত-সহিংসতায় অন্তত ১৮ জনের প্রাণহানির মধ্যে ভোটগ্রহণ চলে এবং এতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ। ৩৩টি আসন নিয়ে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে এইচ এম এরশাদের জাতীয় পার্টি।

বিএনপি নেতারা বলে আসছিলেন, বিরোধী দলকে বাদ দিয়ে ‘প্রহসনের’র নির্বাচনের মাধ্যমে এরশাদকে বিরোধীদলীয় নেতা বানানোর ষড়যন্ত্র হচ্ছে।

নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে নাটকীয় অসুস্থতার পর এখন পর্যন্ত হাসপাতালে থাকা এরশাদের বিষয়ে হাসিনা বলেন, “উনি গলফ খেলছেন, ভালো আছেন। ”

জোট ছাড়ার ঘোষণা দেয়া এরশাদ মহাজোটে আছেন কি না- এই প্রশ্নের জবাবে তিনি হাসতে হাসতে বলেন, “মহাজোট তো মহা- থাকতেই হবে সবাইকে। ”

বিএনপির না থাকলেও সংসদে বিরোধী দলও থাকবে বলে হাসতে হাসতে বলেন তিনি।

বিরোধী দলের অনুপস্থিতি এবং ভোটারদের স্বল্প উপস্থিতির কারণে এই নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে কি না- এই প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, “১৮ হাজারের উপরে ভোটকেন্দ্রে ভোট হয়েছে।

“হুমকি-ধমকি, লাদেন স্টাইলের ভিডিও দিয়েছে- জনগণ রেসপন্স করেনি। অভিযোগ উঠতে পারে, (নির্বাচন নিয়ে) বিশ্বাস করি না। ”

গাইবান্ধা সদরের মুন্সীপাড়া কেন্দ্র দুপুররেও ছিল ভোটশূন্য।

“বহু দেশে এর চেয়েও খারাপ অবস্থায় নির্বাচন হয়েছে, গ্রহণযোগ্যতাও পেয়েছে। ”

ভোট বর্জনে বিএনপি চেয়ারপরারসনের আহ্বানে জনগণ সাড়া দেয়নি দাবি করে হাসিনা বলেন, “জনগণ যে ভোট দিতে পেরেছে, তাই যথেষ্ট; যতটুকু দিয়েছে, আমি তাতেই সন্তুষ্ট।

প্রধান বিরোধী দল বিএনপির অংশগ্রহণ না থাকার বিষয়টি নিয়ে এক সাংবাদিকদের প্রশ্নে শেখ হাসিনা পাল্টা জিজ্ঞাসা করেন, “আপনারা কি চান, তারাই ক্ষমতায় থাকুক?

নতুন সরকার গঠনে জাতীয় ঐক্যের ডাক দেয়া হবে কি না- জানতে চাইলে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ঐক্য তো আছেই।

জোটের সঙ্গে আলোচনা করেই সরকার গঠন করা হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, “যদি সব দল থেকে প্রতিনিধি থাকতে চায় আমার কোনো আপত্তি নেই। ”

বাংলাদেশে অগ্রযাত্রাকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না জানিয়ে শেখ হাসিনা বলেন, “উজানে নাও ঠেলাই আমাদের কাজ। এটাই আমরা করে যাব। ”

কোনো চাপের কাছে মাথা নত করবেন কি না- এক সাংবাদিকের এই প্রশ্নে তিনি বলেন, “সরে এসেছি কখনো? এমন কোনো চাপ আছে, যা সরাতে পারে (আমাকে) কখনো?”




সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.