দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে এক বিবৃতিতে এই আহ্বান জানান ব্রিটিশ পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী সাইয়্যেদা হুসেইন ওয়ারসি।
দেশের অর্ধেকেরও বেশি মানুষ ভোটে অংশ নেয়ার সুযোগ বঞ্চিত হওয়ায় এবং অন্যান্য নির্বাচনের তুলনায় ভোটার উপস্থিতি ‘কম’ থাকায় এই নির্বাচন নিয়ে হতাশাও প্রকাশ করেন তিনি।
উন্নয়ন সহযোগিতায় বাংলাদেশকে যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে উল্লেখ করে বিজ্ঞপিতে বলা হয়, “বাংলাদেশের জনগণের স্থিতিশীলতা, উন্নয়ন ও গণতান্ত্রিক ভবিষ্যতের লক্ষ্যপূরণে যুক্তরাজ্য আগের মতোই সহযোগিতা করে যাবে।”
নির্বাচনকালীন সহিংসতার প্রসঙ্গ টেনে ওয়ারসি বলেন, গণতান্ত্রিক জবাবদিহিতা নিশ্চিত শক্তিশালী করতে সব রাজনৈতিক দলেরই সমান দায় রয়েছে, যা অগ্রাধিকার নিয়ে দেখতে হবে।
স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার জন্য ‘সদিচ্ছা ও সক্ষমতা’র প্রতি জোর দেন ওয়ারসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।