বাংলাদেশের রাজনীতিবিদদের নিয়ে কতো রকমের বিতর্ক, খিস্তি খেউড়ি, গালগল্প আছে। আছে চোর, দুর্নীতিবাজ, ধোকাবাজ, মারক খেড় নানা রকমের অপবাদ। তাই সত্যি হোক আর মিথ্যে হোক। গত চারবছরে জিয়া পরিবারের দুই পুত্রের বিরুদ্ধে উঠেছে নানা ধরনের কুকীর্তির আদর্শলিপি। পক্ষান্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিবারের নাতি পুতি নিয়েও পাল্টা কাহিনী শোনা গেছে।
শেষ মেষ বৌ ছাড়াছাড়ির কাহিনীও চাওর হয়েছে। তবে একটি দেশের মাননীয় প্রধানমন্ত্রী যখন একটা কথা বলে তখন সে কথা মানে কথা তো নয় যেন তা পরশ কথা। মাননীয় প্রধানমন্ত্রী যখন যে কথাটা বলেন তখন তা সর্বোচ্চ দায়িত্ব নিয়েই বলেন। তাতে মিথ্যে, ভুল অসত্য থাকার কথাই না। তারেক রহমান বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান মানি লন্ডারিং করেছেন এবং সে টাকা ফেরত এসেছে দেশে এই কথা মাননীয় প্রধানমন্ত্রী নিজ মুখে বলেছেন জনসভায়।
অথচ এত বড় কথা সেই কথাকে মিথ্যা বলে তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে তারেক রহমানের আইনজীবী। এত বড় কথা। এবার থলের বিড়াল বেরিয়ে পড়বে। নিশ্চয়ই প্রধানমন্ত্রী তার কথার সত্যতা প্রমাণ করে হাটে হাড়ি ভেঙে দেবেন জিয়া পরিবারের। একটা সাক্ষাতকার পড়লাম সেটাও পড়ুন আর অপেক্ষা করুন এবারে আসল খেল দেখার ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।