দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে নেতা-কর্মীরা গতকাল উল্লাস করেছেন। নির্বাচিত অনেক এমপি ছুটে আসেন এ কার্যালয়ে। দিনভর বিজয়ের আনন্দ একে অন্যের মধ্যে ভাগাভাগি করেন তারা। গত তিন-চার দিন নির্বাচনকে ঘিরে দলীয় সভানেত্রীর এ কার্যালয়ে বিরাজ করেছিল উৎসবমুখর পরিবেশ। রাত-দিন নেতা-কর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে ধানমন্ডি অফিস।
দলের সিনিয়র অনেক নেতারই পদচারণা বেড়ে যায় এখানে।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের কয়েক দিন ধরে দলীয় নেতা-কর্মীদের বিভিন্ন নির্দেশনা দেন এবং তাদের মাতিয়ে রাখেন ধানমন্ডির এ কার্যালয়ে। গতকালও তিনি এসেছিলেন এখানে। এ সময় বেশ কয়েকজন সিনিয়র নেতা, নির্বাচিত সংসদ সদস্য এবং দলের অসংখ্য নেতা-কর্মী অবস্থান করেন। নির্বাচন অনুষ্ঠানের কয়েক দিন আগে থেকেই আওয়ামী লীগ কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
এখানে উৎসবে মেতে ওঠেন দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদকদের দলের এ কার্যালয়ে সার্বক্ষণিক অবস্থান করার নির্দেশ দেওয়া হয়। এ ছাড়াও আওয়ামী লীগ, ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগসহ দলের বিভিন্ন সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা দলীয় সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে জড়ো হন। এখানে দিনভর অবস্থান করেন তারা। গত কয়েক দিন নির্বাচনকে কেন্দ্র করে দলীয় সভানেত্রীর কার্যালয়ের চারপাশ নাচ-গান আর স্লোগানে অন্যরকম পরিবেশ তৈরি হয়।
কয়েকটি সাংস্কৃতিক সংগঠন নাচ-গানে অংশ নেয়। স্বাধীনতা এবং দেশাত্দবোধক গান পরিবেশন করেন শিল্পীরা। আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ের স্টাফ এবং নেতা-কর্মীদের আপ্যায়নের ব্যবস্থাও করা হয়েছিল।
ধানমন্ডির এ কার্যালয়ে বসেই সারা দেশে নির্বাচনের খোঁজখবর নেন দলের কয়েকজন সিনিয়র নেতা। কোথাও নাশকতা সৃষ্টি হলে তা নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং দলীয় নেতা-কর্মীদের অবহিত করা হয়।
সারা দেশের সহিংস পরিস্থিতি নিয়ে কয়েক দফা সংবাদ সম্মেলনও করা হয়। সভানেত্রীর এ কার্যালয়ে বসে নির্বাচনী মনিটরিংয়ের দায়িত্ব পালন করেন সিনিয়র নেতারা। নির্বাচনে বিজয়ী অনেক এমপি মন্ত্রী হওয়ার আশা নিয়ে ধানমন্ডির এ কার্যালয়ে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন দলের সিনিয়র নেতাদের কাছে তাদের ইচ্ছার কথা প্রকাশ করছেন বলেও খোঁজ নিয়ে জানা গেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।