আমাদের কথা খুঁজে নিন

   

বিতর্কের উৎসবে

‘ এখন দেখবেন আঞ্চলিক বিতর্ক “আমার দেশের মাটি সোনার চেয়ে খাঁটি”। বিতর্কে অংশ নিচ্ছে ঢাকা, রংপুর, সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, বরিশালের বিতার্কিকেরা। সবাই বিতর্ক করবে আঞ্চলিক ভাষায়। ’ আর বিতর্ক শুরু হওয়ার পর ভিন্ন ভিন্ন অঞ্চলের বিতার্কিকদের প্রতিটি বাক্যে হাসির রোল পড়ে গেল মিলনায়তনে। মোট দুই দিন ছিল এই আনন্দের ব্যাপ্তি।

২৪ ও ২৫ ফেব্রুয়ারি ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে এক হাজার বিতার্কিক মিলিত হয়েছে ‘জনতা ব্যাংক ষষ্ঠ এনডিএফ বিডি জাতীয় বিতর্ক উৎসব ২০১২’ উপলক্ষে। ‘যুক্তিই হোক মুক্তির শুক্লপক্ষ’ স্লোগানে এ উৎসবের আয়োজন করে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)। সমাজের মূলধারার বিতার্কিকদের পাশাপাশি যুক্তির এ মঞ্চে মিলিত হয়েছিল মারমা, চাকমা, হাজং প্রভৃতি আদিবাসী সম্প্রদায়, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরাও। কেউ ঢাকার নামকরা স্কুলের বিতার্কিক, আবার কেউ এসেছে প্রত্যন্ত গ্রাম থেকে। কেউ পার্বত্য অঞ্চলের আবার কেউ ভাটির দেশের।

এই না হলে জাতীয় উৎসব! উৎসবে আসা বরিশাল বিএম কলেজের নাজনীন সুলতানা উৎসবে অংশ নেওয়ার অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘বিতর্কটা অনেক দিন থেকে করলেও সবখানে দেখা যেত ১০-২০টি দল আর শখানেক তার্কিক। কিন্তু এখানে প্রায় সব জেলার সহস্রাধিক বিতার্কিকের অংশগ্রহণের দিকটি সবচেয়ে ভালো লেগেছে। ’ আয়োজন সম্পর্কে এনডিএফ বিডির চেয়ারম্যান বলেন, ‘বিতর্কের আলো এখনো যেসব স্থানে পৌঁছায়নি, সেখানে বিতর্কের আলো ছড়িয়ে দিতেই এই আয়োজন। ’ উৎসবটি ভালো লাগায় আয়োজকদের কাছে সিলেট ব্লু-বার্ড স্কুলের শিক্ষার্থী আবরার রহমানের প্রশ্ন, ‘সপ্তম উৎসবটা কখন, কোথায় হচ্ছে, ভাইয়া?’ উৎসবে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, সংসদীয়, আঞ্চলিক, রম্যসহ ১০ ধরনের বিতর্ক, কর্মশালা, বারোয়ারি বিতর্ক, মিট দ্য পারসোনালিটি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। নানা আয়োজনে প্রাণোচ্ছল উৎসব শেষে বেজে উঠেছে বিদায়ের সুর।

যে যার মতো বাড়ির দিকে পা বাড়িয়েছে। লক্ষ্মীপুরের বিতার্কিক শাহাদাত হোসেনের কাছ থেকে বিদায় নিচ্ছিলেন কুষ্টিয়া থেকে আসা নুসরাত অমি। ‘কুষ্টিয়ায় আসার নিমন্ত্রণ রইল...’ বলতে বলতেই বিচ্ছিন্ন হয়ে গেল শাহাদাত ও নুসরাতের একত্র থাকা দুই হাত। কিন্তু দুজনের মনে একটাই প্রশ্ন, ‘কবে হবে সপ্তম জাতীয় বিতর্ক উৎসব?’ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.