আমাদের কথা খুঁজে নিন

   

চাইলে কাল থেকেই সংলাপ: ইনু

বিরোধী জোটের বর্জনের মধ্যে দশম সংসদ নির্বাচন হয়ে যাওয়ার পর সোমবার সন্ধ্যায় বিবিসি বাংলা আয়োজিত এক সংলাপ অনুষ্ঠানে তিনি বলেন, “সমঝোতার মতো পরিবেশ সৃষ্টি হলে আগামীকাল থেকেই সংলাপ শুরু হতে পারে। ”

নির্বাচনকালীন সরকার কেমন হবে- তা নিয়ে দুই দলের মধ্যে একটি স্থায়ী সমাধান হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে ইনু বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও সুশীল সমাজের একাংশের কাছে নির্দলীয় সরকারের কাঠামো জানতে চেয়ে বলেন, “তারা কেউই এথনো পর্যন্ত কোনো কাঠামো বলতে পারেননি। কাঠামো না জানলে কিভাবে আইন হবে?”

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, “বিএনপি ১০ম সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করেছে। এ নির্বাচন কোনোভাবেই মেনে নেয়া যায় না।

এটিকে আমরা দুঃস্বপ্নের মতো ভুলে যেতে চাই। একমাত্র সংলাপই হল গণতন্ত্রের ভাষা। ”

এ সময় অনুষ্ঠানের সঞ্চালক মাহবুবকে প্রশ্ন করেন, “প্রধানমন্ত্রী বলেছেন জঙ্গিবাদী ও যুদ্ধাপরাধীদের সঙ্গ ছেড়ে আসলে সংলাপ হবে; আপনারা কি ছেড়ে আসবেন?”

জবাবে মাহবুব বলেন, “বিএনপিসহিংসতায় বিশ্বাস করে না। বিএনপি অহিংস দল, আমাদের কর্মসূচি অহিংস। ”

প্রত্যুত্তরে জাসদ সভাপতি ইনু বলেন, “নির্বাচন বর্জনের বিএনপির ডাক গণতান্ত্রিক, কিন্তু নির্বাচন প্রতিরোধে কর্মীদের ঝাপিয়ে পড়তে বলা অগণতান্ত্রিক।

নির্বাচনকালীন সহিংসতায় নিহতদের দায় আপনাদেরই নিতে হবে। ”

মাহবুব বলেন,“সহিংসতা বিএনপি করেনি। সরকারের এজেন্টরা এসব ঘটিয়েছে। এখন তারা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। ”

বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত এ সংলাপে আরো অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেসবাহ কামাল এবং পরিবেশ আইনজীবী সমিতি বেলা’র নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.