নির্বাচনের ফলাফল বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১৮ দলীয় জোটের ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন আজ মঙ্গলবার সকাল থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গত দুইদিন কার্যালয়ের সামনে তেমন নিরাপত্তায় ব্যবস্থা না দেখা গেলেও মঙ্গলবার সকালে তা বাড়ানো হয়।
সকালে কার্যালয়ের সামনে দেখা যায়, কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলছে। কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের পাশাপাশি এপিসি কার, জলকামান, প্রিজনভ্যান রাখা হয়েছে। র্যাব ও পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ সদস্যদেরও লক্ষ্য করা গেছে। বিজয়নগর মোড় ও ফকিরেরপুল মোড়ে রিকশা ও যানবাহন থামিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এছাড়া গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে ও তার বাসভবনের সামনে পুলিশের উপস্থিতি গত দুই দিনের মতোই রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।