বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভের মুখে আশুলিয়ায় একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শ্রমিক ও শিল্প পুলিশ সূত্র জানায়, বকেয়া বেতনের দাবিতে সোমবার থেকে ইউনিক এলাকার আরবা টেক্সটাইলের শ্রমিকরা কর্মবিরতিসহ বিক্ষোভ করে আসছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর পরও সন্তোষজনক সাড়া না পাওয়ায় মঙ্গলবার সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা কর্মবিরতিসহ কারখানা ভাঙচুরের চেষ্টা চালায়।
এ ঘটনায় শ্রমিক অসন্তোষ ঠেকাতে কর্তৃপক্ষ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলে শ্রমিকরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে।
একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
শিল্প পুলিশ-১ এর পরিদর্শক আব্দুর সাত্তার বলেন, নাশকতা এড়াতে কারখানাটি অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি জলকামান ও সাজোয়া যানের টহল অব্যাহত রয়েছে।
অন্যদিকে, একই দাবিতে জিরাবো এলাকার সিলভার স্টাইল ও গৌরিপুর এলাকায় স্কানটেক্স বিডি লিমিটিড- এ কারখানার শ্রমিকরা সকাল থেকেই কর্মবিরতিসহ বিক্ষোভ কর্মসূচী পালন করছে বলে জানা গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।