তোমাদের পাঞ্জাবি কুর্তা পায়জামা মাথায় সুন্নতি টুপি পরিধান, লম্বা অথবা ছাগলা দাড়ি সর্বপ্রথম বিনা দ্বিধায় নিশ্চিত করে যে তোমরা জামাত শিবির এবং তোমাদের দ্রুত হাটা চলা প্রমান করে তোমরা আগ্রাসী নাশকতাকারী।নির্বাচনের পর মুহূর্তে তোমরা দেশের একটি নির্দিষ্ট সম্প্রদায় সম্মানিত ধর্ম পালনকারী গোষ্ঠী কে হত্যা, আহত, নির্যাতনের সুপরিকল্পনার বাস্তবায়ন করছো।এতোটা নির্দয় নির্মম কেন তোমরা?
মহান মুক্তিযুদ্ধ ৭১ সালের পর থেকে তোমরা তোমাদের অসৎ কাজকর্ম পরিচালনায় লিপ্ত, কেন? এই দেশটা কি শুধু তোমাদের?
যখন একদিকে তোমাদের দলের প্রধান সকল নেতাদের ফাঁসি বাস্তবায়নের কার্যক্রম চলছে ঠিক তখনই তোমরা এই সমস্ত হত্যা, আগুনে পুড়ানো সহ বিভিন্ন নির্যাতন করে কি প্রমান করতে চাও?? তোমাদের এই সকল কাজ কি তোমাদের যুদ্ধাপরাধী নেতাদের ফাঁসি নিশ্চিত করবে না? তরান্বিত করবে না??
তোমরা কি হেফাজতের সেই কালো রাতের পলায়ন ভুলে গেছো? তোমরা কি জানোনা তোমাদের এই সকল কর্মের জন্য সরকার তোমাদের খুজে বের করে অতি জলদি শাস্তি দান করবে?
তোমরা কি সরকারকে ভয় পাও না? তোমরা কি জানোনা এই সরকার সকল ধর্মের জন্য কাজ করে, তাঁরা তোমাদের অপকর্ম ক্ষমা করবে না।
জঙ্গি জামাত শিবির, তোমরা ভালো হয়ে যাও নয়তো সরকার নির্ধারিত তারিখের আগেই শপথ পাঠ করে মন্ত্রিসভা গঠন করে তোমাদের খুজে বের করে জেলে পুরে সিদ্ধ হাঁসের ডিম চিকিৎসা দিবে।
সরকার কে আর উত্তেজিত করোনা, দেশের শক্তিশালী আইন বাহিনী কে অবজ্ঞা করো না। তোমাদের মতো সকল পাকি জারজদের এই দেশে কোন স্থান হবে না, তোমাদের সকলের বিচার হবে।
সময় থাকতে সকল অপকর্ম পরিহার করে দেশ ত্যাগ কর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।