দুঃখ সুখ, অহম খেলা খেলছে মানুষ, যখন তখন, বাঊন্ডুলে, ভাবনা গুলোয় বিভোর আমার, আপন ভুবন।
গতকালকের বিসিবি সেলিব্রেশনের অনুষ্ঠানটা কি বিসিবির ছিলো না ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের ছিলো আমি বুঝতে পারিনাই, নাকি এটা ভুল করে দিল্লির পরিবর্ত বাংলাদেশে অনুষ্ঠিত হল এটাও বুঝতে পারি নাই। প্রশ্ন, আপনারা কি বুঝেছেন? আর কাল যারা টিকেট কেটে গেছেন ওনারা কি বাঙ্গালী ছিল আমার কাছে এইটাও স্পষ্ট না। বাঙ্গালী হলেতো আমাদের প্রিয় বাচ্চু ভাইকে এতো কষ্ট বুকে চেপে কেনো বলতে হলোঃ "আমাকে চিনেনতো আপনারা কিংবা আপনারা কষ্ট করে বাংলা গান শুনছেন এর জন্য আপনাদের ধন্যবাদ, এখন শুধু চোখ আর কান খোলা রেখে বাংলা গান শুনুন আর হাত তালি জমা রেখে দিন"। মানতে কিছুটা কষ্ট হচ্ছে, কারন তিস্তার পানির জন্যতো আমার দেশের কৃষক মরছে, নাকি?? প্রশ্নটা কাকে করবো বুঝতে পারছিনা, কারন পুরু আয়োজনের গোড়ায়তো আমাদের দেশের কর্তাব্যাক্তিরা, যাদের কাছে আমরা অভিযোগটা করবো।
। হাঁ অবশ্যই এ আর রহমানের মত সঙ্গীত যাদুকরের গান আমরা শুনবো হাতে তালি বাজিয়ে, কিন্তু আমাদের সংষ্কৃতিকে জলাঞ্জলি দিয়ে। এইটা কি ঠিক??
আর কি বলবো বুঝতে পারছি না, অপলক দৃষ্টিতে বলিউডের দৈরাত্ত্ব দেখি চলুন। আর মুখে বুলি কপচাইঃ দেশটাকে অনেক অনেক ভালোবাসি। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।