আমাদের কথা খুঁজে নিন

   

কি ভাবছো? তোমারা যারা শিবির করো.......!!!!

একজন খেটে খাওয়া সাধারণ মানুষ.... বাংলাদেশ জেগে উঠেছে-জেগে উঠেছে তারুণ্য। মুক্তিযুদ্ধের চেতনা ও মৌলিকত্বের নব শক্তি নিয়ে জেগে উঠেছে তরুনরা। সাহবাগের চত্বর, দ্বীপ্যমান নতুন নামে- প্রজন্ম চত্বর!! নবপ্রজন্মের কাছে শিক্ষা নিয়ে আমরা শুদ্ধ হবো- এ দেশকে গড়বো নতুন করে- "জন্জাল মুক্ত এক নিকাট ঐশ্বর্যের বাংলাদেশ"। চিন্হিত অপরাধিদের সর্বোচ্চ শাস্তি চাই, দিতে হবে। এই দাবি জনগনের। পুরো জাতি একাত্ব এই দাবিতে। আরেকটি দাবি উঠেছে সাহবাগে, "জামাত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে" এই দাবি রাজনৈতিক, আমি তৃতিয়দিন থেকে পন্চমদিন টানা গিয়েছি সাহবাগে, কী প্রচন্ড আবেগ আমাদের তরুণ যুবাদের- প্রচন্ড ভালোবাসা নিজের দেশকে নিয়ে আর প্রচন্ড ঘৃণা দেশের চিন্হিত বিরোধিতাকারী রাজাকারদের জন্য। প্রথম দিনগুলিতে এই আবেগ ছিলো নিখাদ ক্রমেই কেন যে তা রাজনৈতিক আবর্তে নিষ্কলুষতার অবস্হান থেকে রাজনৈতিক সেই চেনা প্রতিহিংসার দিকে চালিত হচ্ছে জানিনা। সাহবাগতো আমাদের আবেগের স্হান এখানে যারা এসেছেন তাদের কাছে সবার আগে স্হান হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা আর সার্বভৌমত্বের বিষয়ে- এই মাহান আবেগকে কলুষিত করলে মূল অবস্হান থেকে সরে যাবে আমাদের আবেগ আমরা রাজাকারদের কোন পদচিন্হ দেখতে চাইনা বাংলার আগামী দিনগুলিতে আমাদের প্রচন্ড ঘৃণা তাদের জন্য- তেমনি, আমরা কিন্তু ভুলে যাইনি অপরাপর রাজনৈতিক অসুভ পদক্ষেপ গুলি রাজাকারদের দৃষ্টান্তমূলক শাস্তির সাথে সাথে তাদের ও বিচার হবে, যারা আমাদের এই সুন্দর দেশের অস্হি-মজ্জাকে চুষে খেয়েছেন-খাচ্ছেন-বি.এন.পি-জামাত, আওয়ামিলীগ, এরশাদিয় জাতিয় পার্টির নামে!! সেই চিন্হিত শোষকরা তাদের অপরাধকে ঢাকার প্রানান্তকর চেষ্টায় নিয়োযিত রয়েছেন দেখছি- কী করবে তোমরা!! যারা শিবির করো!! এই সিদ্ধান্ত তোমাদের নিতে হবে- ভবিষ্যত বাংলাদেশে তোমরা থাকতে হলে- তোমাদের পথ স্পষ্ট করা আবশ্যক এই দেশকে নিজেদের মনে করো কী? তাহলে- যারা এই দেশকে অস্বিকার করে, জামাত, তদের সংগ তোমাদের ছাড়তে হবে। জাফর ইকবাল তোমাদের এই কথাটি বোঝাতে চেয়েছেন, কালও আমাদের শিক্ষামন্ত্রী একথাটা বলেছেন Click This Link এই আহবান তোমাদের প্রতি সচেতন মানুষদের যারা একটি রাজাকার, কলুষিত মানুষ মুক্ত বাংলাদেশ দেখতে চান- এই আহবান, হয়তো অনেক তরুণ যুবাদের মনে কষ্ট দেবে আনেকেই মনে করে- তোমরাও সেই অপরাধে অপরাধি আর সেই মনে করাটা তোমাদের কাজের জন্যই কতটুকু তোমরা কাজ করো- তোমাদের লক্ষ্য-উদ্দেশ্য তথা ইসলামের শান্তি প্রচারে? আমরাতো দেখি তোমরা কেবলই ব্যস্ত থাকো জামাতের সেই চিন্হিত রাজাকারদের রক্ষা করার মন্ত্রে!! তোমাদেরই পরিস্কার করতে হবে তোমাদের অবস্হান- হয় জামাতের পথ ছাড়ো, নতুবা বাংলাদেশ ছাড়ো" আমাদের এই সুন্দর বাংলাদেশকে জন্জাল মুক্ত করো.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।