পাকিস্তান দলে বাঘা বাঘা স্পিনার থাকলেও আবুধাবি টেস্টে তারা ব্যর্থ। দ্বিতীয় ইনিংসে ৪৯ ওভার বোলিং করেও কোনো উইকেট নিতে পারেননি সাঈদ আজমল। ভালো করতে পারেননি অন্যরাও। তাই তো প্রথম দুই দিন আধিপত্য বিস্তার করে খেলার পরও লঙ্কান ব্যাটসম্যানদের দাপুটে ব্যাটিংয়ে ম্যাচ ড্র হয়। আজ থেকে দুবাইয়ে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও এই টেস্টে পাকিস্তানের ভরসা সেই স্পিনেই। তাছাড়া দুবাইয়ে স্পিনাররা সহায়তা পাবে বলে আশা করছেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ উল-হক। তিনি বলেন, 'আবুধাবিতে স্পিনাররা ভালো করতে না পারাটা ছিল উভয় দলের জন্যই চিন্তার বিষয়। তবে আমি মনে করছি দুবাইয়ের উইকেট হবে ভিন্ন। ম্যাচের তৃতীয় দিন থেকে স্পিনাররা টার্ন পাবেন।' ২০১১ সালে এই দুবাইয়েই পাকিস্তান ৯ উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে ১-০ ম্যাচে সিরিজ জয় করেছিল। ওই ম্যাচে আজমল ৮ এবং আব্দুল রেহমান ৪ উইকেট শিকার করেছিল। দুবাইয়ের উইকেটের কথা চিন্তা করে দলে একটা পরিবর্তন আনতে পারে পাকিস্তান। রাহাত আলীর পরিবর্তে দ্বিতীয় ম্যাচে পাকিস্তান দলে জায়গা পেতে পারেন বাম হাতি স্পিনার রেহমান। মিসবাহ্ মনে করেন, প্রতিপক্ষকে চাপে ফেলতে হলে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও মনোযোগী হতে হবে। মিসবাহ বলেন, 'প্রতিপক্ষকে চাপে ফেলতে বড় ধরনের লিড দরকার। অন্তত সাড়ে ৪০০ বেশি রান করা দরকার। আমাদের ব্যাটিং নিয়ে আরও বেশি কাজ করতে হবে।'
এদিকে লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস মনে করেন আবুধাবি টেস্টের মতো দুবাইয়েও তারা ভালো করবেন। তিনি বলেন, 'আমাদের দলে ইনজুরির সমস্যা থাকলেও আশা করছি আমরা ভালোই খেলব।'
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।