রাজধানীর সবুজবাগ পূর্ব বাসাবোর একটি বাড়ির জানালার গ্রিল কেটে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ৩০ ভরি স্বর্ণালঙ্কার ও ২ লাখ টাকার মালামালসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে ডাকাতরা। বুধবার রাত পৌনে ৪টার দিকে পূর্ব বাসাবোর ১/২৩/ডি-৯ নম্বর বাড়িতে ঘটনাটি ঘটে। এ সময় ডাকাতদের রডের আঘাতে বাসার গৃহকর্তা সাইদুর রহমান আহত হয়েছেন। তবে পুলিশ বলছে, ডাকাতি নয়, এটি চুরির ঘটনা।
সবুজবাগ থানা পুলিশ জানায়, ওই বাসা থেকে ডাকাতরা ৩০ ভরি স্বর্ণালঙ্কার, ২ লাখ টাকার প্রাইজবন্ড, একটি ডিজিটাল ক্যামেরাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। পরিবারের ভাষ্য অনুযায়ী ডাকাতরা সংখ্যা ৪ জন ছিল। তাদের কাছে অস্ত্র ছিল। ডাকাতদের রডের আঘাতে বাসার গৃহকর্তা সাইদুর রহমান আহত হয়েছেন। তবে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল মিয়া জানান, ডাকাতি নয় এটি চুরির ঘটনা। চোররা পূর্ব পরিচিত ছিল। গৃহকর্তা সাইদুর রহমানের ডাক্তারি পড়ুুয়া মেয়ের পরিচিত একটি ছেলেসহ ৪ জন বাসার জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। তা ওই মেয়ে ক্যামেরায় ধারণ করে। পরে তারা ওই ক্যামেরাটিসহ ৩০ ভরি স্বর্ণালঙ্কারসহ ২ লাখ টাকার প্রাইজবন্ড নিয়ে যায়। যেহেতু চোররা পূর্ব পরিচিত তাই এটাকে ডাকাতি বলা যায় না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।