লটারিতে উত্তীর্ণসহ বেশ কয়েকটি ধাপ অতিক্রমের পর সরকারিভাবে মালয়েশিয়া যেতে না পারায় আগ্রহ হারিয়ে ফেলেছেন বরিশালের প্রার্থীরা। গত বছর নির্বাচিত ৬৫০ জনের মধ্যে এখন পর্যন্ত মাত্র ৬ জন মালয়েশিয়া যেতে পারলেও অন্যদের ভাগ্যে কি অপেক্ষা করছে তা জানেন না সংশ্লিষ্টরা। তাই এ বছর নির্বাচিত ৭৫৮ জনের মধ্যে গত ২৫ দিনে মেডিকেল পরীক্ষায় অংশ নিয়েছেন মাত্র ২৪০ জন। উপস্থিতি কম থাকায় নির্র্ধারিত সময়ের মধ্যে মেডিকেল পরীক্ষা সম্পন্ন না হওয়ার আশঙ্কা করছেন জনশক্তি রপ্তানি সংশ্লিষ্টরা।
জানা যায়, সরকারিভাবে মালয়েশিয়ায় পাঠানোর জন্য চলতি বছর দেশের ১১ হাজারেরও বেশি প্রার্থীকে বাছাই করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।