বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদের ভুয়া ফ্যান পেজকে স্বীকৃতি দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার ফেসবুকে তার ভুয়া পেজটিরই স্বীকৃতি দিয়েছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটি। ভেরিফায়েড হিসেবে পেজটির নামের পাশে নীল রঙের বৃত্তে সাদা রঙের টিক চিহ্ন দেখাচ্ছে।
জানা গেছে, হাসান মাসুদের কোন ফেসবুক পেজ নেই। ফেসবুকের দেয়া ভেরিফায়েড পেজটি নিয়ে তিনি বিব্রতবোধ করছেন।
আগামী রবিবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ টেলিকম নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি'র কাছে এ সম্পর্কিত একটি অভিযোগ পেশ করবেন হাসান মাসুদ।
প্রসঙ্গত, ফেসবুক এখন পর্যন্ত বাংলাদেশের ৪ জন ব্যক্তির ফেসবুক পেজকে স্বীকৃতি দিয়েছে। সর্ব প্রথম এ স্বীকৃতি পেয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এরপর পেয়েছেন কণ্ঠশিল্পী তাহসান এবং খুদে গানরাজখ্যাত কণ্ঠশিল্পী পড়শী। আর এবার এ স্বীকৃতি মিলেছে অভিনেতা হাসান মাসুদের।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।