আমাদের কথা খুঁজে নিন

   

হারুকি মুরাকামির “ দ্য মিরর ” গল্পের কিছু অংশের অনুবাদ এবং লিপি নিয়ে কিছু কথা

ঝিনুক নীরবে সহো/ঝিনুক নীরবে সহো/ঝিনুক নীরবে সহে যাও/ভিতরে বিষের বালি, মুখ বুজে মুক্তা ফলাও! (আবুল হাসান)

আজ তোমরা যেসব গল্প বললে তা মূলত দুই শ্রেণিতে বিভক্ত। এই দুই শ্রেণির একদিকে রয়েছে আমাদের পারিপার্শ্বিক বাস্তবিক জগত আর অন্যদিকে রয়েছে ভৌতিক মৃত্যু সম্পর্কিত জগত, কিছু শক্তি যা আমাদের এক পর্যায় থেকে আরেক পর্যায়ে নিয়ে যায় বা বাধ্য করে। দ্বিতীয় শ্রেণির সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো অনেকটা অলৌকিক যেখানে অতিপ্রাকৃত শক্তি, পূর্ববোধ এবং ভবিষ্যত দ্রষ্টা বিদ্যমান।

সত্যি কথা বলতে কি তোমাদের অভিজ্ঞতাগুলো মূলত একটু শ্রেণিতেই অধিক মানানসই। আমি বলতে চাচ্ছি যে যেসব লোক ভূত দেখে, কোনরকম পূর্ববোধ ছাড়াই দেখে।

আর যারা পূর্বাভাস পেয়ে যায়া তারা ভূত দেখেনা। আমি জানিনা কেন এরকম হয়। কিন্তু এখানে কিছু স্বতন্ত্র পক্ষপাতিত্বমূলক মনোনয়ন বা অনুরাগ আছে বলেই আমার ধারনা। অন্তত এটাই আমার গভীরতম উপলব্ধি।

হ্যাঁ অবশ্যই কিছু লোক আছে যারা এই দুই শ্রেণির কোনটাতেই পড়েনা।

আমার কথাই ধরা যাক। আমি আমার ৩০ বছর বয়স পর্যন্ত কোন ভূত দেখিনি অথবা কখনো ভূত দেখার আশঙ্কাও সৃষ্টি হয়নি। একবার আমি কিছু বন্ধুবান্ধবের সাথে লিফট চড়ছিলাম, আমার বন্ধুরা দোহাই পাড়ে যে একটা ভূত আমাদের সাথে লিফট-এ উঠেছে । কিন্তু আমি কিছুই দেখিনি। তারা দাবী করে ধূসর রঙয়ের এক মহিলা ঠিক আমার পাশেই দাঁড়িয়ে ছিল, কিন্তু আমার জানামতে আমাদের সাথে কোন মহিলা ছিলনা।

লিফট-এ শুধু আমরা তিনজনই ছিলাম। কোন হাসি-ঠাট্টা নয়। জ্ঞাতসারে ঠাট্টা করার মত বন্ধু ওরা ছিলনা। পুরো ব্যাপারটাই ছিল ভৌতিক, ছমছমে আর রহস্যময়। কিন্তু মোটকথা একই রইল, আমার ভূত দেখা হলো না।




কিন্তু একবার, হ্যাঁ, শুধু একবার আমি এমন এক ঘটনার মুখামুখি হলাম যা আমাকে রীতিমত ভয় পাইয়ে দিল। এটা দশ বছর আগে ঘটেছিল এবং আমি কখনো কাওকে এ সম্পর্কে বলিনি। আমার মনে হত যদি আমি কারো সাথে এটা শেয়ার করি তাহলে ব্যাপারটা আবার ঘটবে, আর আমি তা চাই না। আমি পুরো ঘটনা চেপে গেলাম। কিন্তু আজ তোমরা তোমাদের ভুতূরে অভিজ্ঞতাগুলো আমার সাথে শেয়ার করেছ, কাজেই আমাকে ত কিছু একটা বলতেই হয়, তাই না? আমি সিদ্ধান্ত নিয়েছি ঐ ঘটনা আজ তোমাদের সাথে শেয়ার করেই রাত পার করে দেব।





লিপি একটি কাগজ । এবারের বইমেলায় এর ৪র্থ সংখ্যা বের হবে এবং সেখানে “আয়না“ এই গল্পের পুরোটা থাকবে । লিপিতে থাকবে গদ্য , মুক্তগদ্য, কবিতা, অনুবাদ গল্প, গল্প । প্রচ্ছদ এঁকেছেন নির্ঝর নৈঃশব্দ্য। সম্পাদনায় আছেন বাবুল হোসেইন, মলয় দাস ।




একটা করে কিনে পড়তে পারেন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.