গ্রাহকের কাছে পাঁচটি বিদ্যুৎ বিতরণ কোম্পানির বিল বকেয়া পড়েছে ৩ হাজার ৭৬১ কোটি ৮২ লাখ টাকা। অবৈধ সংযোগ ও বিদ্যুৎ বিল বকেয়ার কারণে গত ডিসেম্বরেই ৩২ হাজার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বিদ্যুৎ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বোচ্চ বকেয়া রয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের। সংস্থাটির গত অক্টোবর মাস পর্যন্ত বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে একহাজার ২৫১ কোটি ৬২ লাখ টাকা।
এর পরেই রয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। সংস্থাটির অক্টোবর মাস পর্যন্ত বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে একহাজার ৬৩ কোটি ৯২ লাখ টাকা। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) বকেয়া বিদ্যুৎ বিলের পরিমান ৭৯২ কোটি ৭৭ লাখ টাকা। ঢাকা ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানির (ডেসকো) বকেয়া রয়েছে ৪০৬ কোটি ৩২ লাখ টাকা। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) বকেয়ার পারিমাণ দাঁড়িয়েছে ২৪৭ কোটি ১৯ লাখ টাকা।
বকেয়া বিল ও অবৈধ সংযোগের কারণে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ডিসেম্বর মাসে ১৬ হাজার ৮৬৭টি সংযোগ বিচ্ছিন্ন করেছে। এর পরেই রয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। সরকারি এ সংস্থাটি সংযোগ বিচ্ছিন্ন করেছে আট হাজার ৯০০ টি। ঢাকা ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (ডেসকো) দুই হাজার ৮৯৫টি, ঢাকা পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানি (ডিপিডিসি) একহাজার ৬৪০টি এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ৬১৩ টি সংযোগ বিচ্ছিন্ন করেছে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।