আমাদের কথা খুঁজে নিন

   

বাগেরহাটে দুটি মন্দিরে আগুন, আটক ৩

বাগেরহাটের মোরেলগঞ্জে গতকাল বুধবার গভীর রাতে দুটি মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা একটি মন্দিরের রাধা-গোবিন্দ প্রতিমা ভাঙচুর করে। উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের হিন্দু-অধ্যুষিত উত্তর কচুবুনিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে।
 
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ওই গ্রাম থেকে ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন: আবদুল হালিম শেখ, আসাহাক হাওলাদার ও মিন্টু শেখ।
জানা যায়, গতকাল রাত দেড়টার দিকে মন্দিরে আগুন লাগার শব্দ পেয়ে আশপাশের বাসিন্দারা ঘরের বাইরে বের হন। এ সময় তারা দূর থেকে মন্দির এলাকায় অন্তত চার-পাঁচজন লোককে দৌড়াদৌড়ি করতে দেখেন।
 
ক্ষতিগ্রস্ত মন্দির দুটি হলো উত্তর কচুবুনিয়া সার্বজনীন শ্রীশ্রী রাধা-গোবিন্দ মন্দির ও কামলা জিলবুনিয়া সার্বজনীন কালীমন্দির। এরমধ্যে রাধা-গোবিন্দ মন্দির কক্ষের বাইরে লাগোয়া টিন ও কাঠের একটি ঘর আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।