আমাদের কথা খুঁজে নিন

   

শহীদ মোল্লার চিঠি



শহীদ কাদের ভাইয়ের চিঠি। স্বর্গ বা ইহ ও পরকালের মাঝ পথ থেকে লিখা।

হে পরওয়ার দেগার, তোমার জন্যইতো ৭১ এ আমার মা বোনের ইজ্জত লুটেছিলাম, তোমার জন্যইতো শত শত ভাইদের খুন করেছিলাম। তোমার জন্যইতো এদেশে জন্মেও আজীবন দেশের বিরুদ্ধে কাজ করেছিলাম। তার পরও কেন তুমি আমায় ফাঁসি থেকে রক্ষা করলেনা? হে আল্লাহ, হে পরওয়ার দেগার, আজকাল তুমি এত অত্যাচার অনাচার দেখেও কোন পদক্ষেপ না নিয়ে আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছ।

আমার সহকর্মিরা আজ ধৈর্য হারিয়ে ফেলেছে বলে জীবনের ঝুকি নিয়ে দেশের সম্পদ ধ্বংস করার জন্য, ভাইদের খুনের জন্য, ৭১ এর মত বাড়ী ঘড় পুরিয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। হে পরওয়ার দেগার, তুমি আমায় ফাঁসি থেকে রক্ষা না করে শহীদ বানিয়ে দিলেও আমার সহকর্মিদের রক্ষা করো। আমার গুটি কয়েক সহ কর্মিদের রক্ষা না করলে কে আমাকে শহীদ বলবে। হে পরম করুনাময়, যারা তোমাকে ভাল নাবেসে দেশকে ভালবাসে, তারাতো আমাকে শহীদ না বলে রাজাকার বলে। হে পরম করুনাময়, তুমি কতদিন নির্লিপ্ত থাকবে? গজব, তজব জাতীয় কিছু একটা নাজিল করে এ দেশটাকে ধ্বংস করে দাও।

জীবন চলে যাওয়ার পর আমার আর কোন ধৈর্য নেই। হে সহকর্মিবৃন্দ তোমরা দেশটিকে ধ্বংস করে দাও, সবকিছু জালিয়ে দাও, বাড়ি ঘর, দোকান পাঠ, ট্রেন, গাড়ী সব কিছুতে পেট্রোল ঢেলে আগুন দাও। এসব করতে গিয়ে যদি শহীদ হয়ে যাও তাতেও আমার দুঃখ থাকবেনা। হে সহকর্মিবৃন্দ মনে রেখো, ওরা তোমাদের রাজাকারের উত্তরসুরী বলবে, তাতে মন খারাপ করো না। এ দেশ বিরোধী সমস্ত কাজ আল্লাহ বেহেস্তে যাওয়ার চাবি হিসেবে গণ্য করবেন।

হে আল্লাহ আমার সহকর্মিবৃন্দের ইসলামের পক্ষে এবং দেশের বিরুদ্ধে কাজ করে শহীদ হওয়ার তৌফিক দান করুন আমিন। কুল্লা আমিন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.