বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যার্বন দিবস উপলক্ষ্যে শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় তিনি এ মন্তব্য করেন।
আশরাফ বলেন, “শুধু জামায়াতই স্বাধীনতাবিরোধী রাজনৈতিক দল নয়। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি এখন প্রধান স্বাধীনতাবিরোধী দল। ”
দশম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর এটাই আওয়ামী লীগের প্রথম জনসভা। দলীয় সভানেত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ জনসভায় উপস্থিত রয়েছেন।
আশরাফ বলেন, “স্বাধীনতা বিরোধীরা ক্ষান্ত নয়, তারা নিঃশেষ হয়ে যায়নি। এদের ব্যাপারে আমাদের সর্তক থাকতে হবে। ”
গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করতে বিএনপি নেতৃত্বাধীন জোট ষড়যন্ত্র করছে বলেও তিনি মন্তব্য করেন।
বেলা আড়াইটায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে জনসভা শুরু হয়।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, আব্দুল লতিফ সিদ্দিকী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়াসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারাও সমাবেশে বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এফএস/এইচএ/জেকে/১৬২৫ ঘ.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।