লেখালেখি করার ইচ্ছা আমার দীর্ঘ দিনের
আমি আমার শ্রদ্ধেয় এক স্যারের বিশেষ এক লেকচারে শুনেছিলাম যে, "বর্তমানে কোন দেশ অতীতের সম্রাট-জমিদারদের মতো অন্যকোন দেশকে যুদ্ধ করে দখল করতে চায় না। কারন কোন দেশই নাকি অন্য একটি দেশের বিশাল জনগোষ্ঠির দায়ভার নিতে চায় না। এতে নাকি লাভের চেয়ে লোকসানই বেশি।
প্রতিটি দেশ এখন চায় তার প্রতিবেশি দেশ অথবা বিশ্বের অন্য কোন দেশের বাজারকে দখল করে নিতে। এজন্য প্রায় সবদেশই যার যার অবস্থান থেকে প্রতিযোগিতায় নেমে পড়েছে যে কে কতটা বাজার দখল করে নিতে পারে।
"
যেমন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশের পোশাকের বাজার দখলে নেয়ার জন্য বাংলাদেশ ও ভারতসহ দক্ষিন এশিয়ার অনেক দেশ প্রতিযোগিতা করছে। ।
এছাড়াও আমাদের দেশের বিভিন্ন কোম্পানী আন্তর্জাতিক অনেক কম্পানীর (যেমন: ইউরিনর, ইউনিলিভার, এয়ারটেল ইত্যাদির) সাথে প্রতিযোগিতা করছে।
ভারতও চায় বাংলাদেশের এই বিশাল জনগোষ্ঠিকে তাদের পণ্য সামগ্রি খাওয়াতে। ।
ভারত অবশ্য বাংলাদেশের বাজার দখলে অনেকদুর এগিয়েছে। এখন বাংলাদেশের মানুষ ভারতের পিয়াজ, চিনি, জিরা ছাড়া খেতে পারে না তেমনি ভারতের জি বাংলা, স্টার জলসা, স্টার প্লাস ছাড়া অন্য কোন চ্যানেলও দেখতে পারে না। ।
আর এখন সর্বশেষ বাংলাদেশ সরকার দেশে এত ভাল ভাল প্রেস ও প্রকাশনা এবং কাগজ থাকার পরও পাঠ্যপুস্তক মুদ্রনের মত বিশাল বাজারটিকেও তুলে দিল ভারতে হাতে কেন???
আর কিছুদিন পরতো এদেশে ছাত্র-ছাত্রীদের ভারতের মুদ্রিত বই ছাড়া পড়তেও ভাল লাগবে না!!!
আমরা কেন এত ভারতমুখী হতে যাচ্ছি???
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।