সুচনা ছাড়া লিখতেই ভালোবাসি। তাই শুরু করলাম সুচনা ছাড়ায়। যা হবে ডিরেক্ট । তবে আমি একদিন আবিস্কার করলাম যে, আমি মোটেই স্থির একটা ছেলে নই। আর তাই অনেক কিছু এরিয়েও চলি ।
এতে সমস্যা পোহাতেও হয় আমাকে। যেমন কিছুদিন আগে আমি আমার অন্যতম পাওয়ার ফুল ওডেস্ক এর প্রফাইল্টা হারাই। কারন , আমি স্থির না আর তাই টার্মস & কন্ডিশন ও পড়ি না। আরো একবার মানিবুকার্সে ৪৩২ ডলার ধরা খেলাম এই জন্যি। ও আরো একটা কথা , টিচ-টিউন থেকেও রেহাই পাইনি...হেহেহেহে।
তাই , মাই ডিয়ার ফ্রেন্ড - স্থির হয়ে কাজে নামো। আমিও চেস্টাই আছি।
যাই হোক ফ্রী-ল্যান্সিং বা আউট-সোর্সিং এ কাজ করতে গেলে একটা ব্যাকগ্রাউন্ড থাকা মানে অনেক কিছু। তাই try করুন তাদের পাশে থাকার। আপনার অনেক হেল্প হবে।
আমি অবশ্য তেমন কাউকে পাইনি আর তাই হালও ছেড়ে দেই নি। নানা ওয়েব-সাইট থেকে শিক্ষা নেয়ার চেস্টা করতাম।
আসলে প্রত্যেকটা ক্ষেত্রে ব্যাসিক টাই হল মেইন।
নানা রকম কভার-লেটার ও হেল্প পেতে পারেন - ঠিক তেমনি একটি সাইট তৈরী করেছি আপনাদের জন্য। সেখান থেকে আমি কোন বেনিফিট আশা করি না ।
আমি চাই যে আপনারা সহজে যেন কিছু করতে পারেন। আমি অবশ্য ভাবছি যে সেখানে ওডেস্ক এর টেস্ট এর টপ এন্সার পোস্ট করব। কিন্তু মামা... ওডেস্ক আমারে বাশ দিতে পারে এই কাজের জন্য । কারন ওই টার্মস & কন্ডিশন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।