জেগে জেগেই স্বপ্ন দেখি বা দেখার চেষ্টা করি কেননা ঘুম ভাঙ্গার সাথে সাথে যদি স্বপ্নও যদি ভেঙ্গে যায় বা ঘুমের ঘোরে দেখা স্বপ্ন যদি মনে না থাকে !!! তাহলে যে নিজেকে একেবারেই হারিয়ে ফেলব আর স্বপ্ন ও কোনদিন-ই বাস্তবে রুপ দিতে পারব না !!! -Tauhidul Islam তানিন
আমি আলেয়াকে আলোর প্রমিত উৎস ভেবে,
গতিহীন রই, অপার-গহীন আঁধারের জালে
তিমির ঘন, মায়াবী পথের মাঝে চলে চলে,
সত্যের সন্ধান হেরেছি, সেই কোন কালে!
দিশাহীন মরুর পথে, একাকি হাঁটতে গিয়ে,
মরিচিকাকে ভেবেছি অথৈ সমুদ্রের জল!
মিথ্যে আশায় বুক বেঁধে, এতই চলেছি যে!
দুমড়ে-মুছড়ে গেছে আজ বুকের যত বল।
ভেবেছিনু, আমার আবার কিসের ভয়!
বালির বাঁধ দিয়েই দলাবো হাজারো কালি,
হায়! এতে ও বুঝি পরাজয় লিখা ছিলো!
বালিও শেষে ধরা দিল, হয়ে চোরাবালি।
আলোর সন্ধান করে প্রভাতের প্রথম প্রহরে,
একাকি হেঁটে এসেছি কতইনা অচেনা বন্দর।
নিজের ভুলেই আজ, টুঁটেছে শঙ্কাহীন চিত্ত
স্বপ্নের মাঝে বসত করে, কুয়াশার ঘন চাদর।
চোখে ভ্রান্তি নামক রঙিন এক চশমা এঁটে,
নিত্য ঘুরে বেড়িয়েছি প্রজাপ্রতিদের দলে।
আহা! এতেও, দুষ্টু বালকের হাতে লাঞ্ছিত!
ক্লান্ত-পরিশ্রান্ত-নিঃস্ব আজ, শেষ বিকেলে।
________________________________________________________
রচনাকালঃ ১৩.১১.২০১৩ ঈসায়ী
[ আমার সকল রচনাবলী (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্ যেকোন সময় পাবেন ]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।