জানিনা কোথায় হারিয়েছি মন,তবুওখুজে ফিরি।
হয়তোবা সে অন্যকার মুক্তাকাশের ঘুড়ি।
নাটাই ফেলে উরে গেছে সে উরে গেছে বহু দূর,
রেখে গেছে কিছু অম্লান স্মৃতি,কষ্ট বিমধুর।
এথা হেথা কোথায় খুজি বল একটাই আকাশ আমার,
পৃথিবীটা জুড়েই মিত্র নাকি শত্রূ আমি তার।
সব সুখ বিলিয়ে তাকে আমি নিঃশ্ব।
শূন্যতা মোর ঘরে,
অকালেই সব সুখের পাতা যাচ্ছে নিমিশে ঝরে।
এবেলা ওবেলা করে কেটে যায় সময় হয়না বলা কথা,
হৃদয় মাঝে পুষে রাখি সব হজার বিয়োগ ব্যাথা।
এলোমালো স্মৃতির পাতা কোথ্যেকে বল বলি,
অকারনেই আজ হাতড়ে বেরাই মনের অলিগলি।
খেলার ছলে কোথায় এলাম হারিয়েছি কোন জলে,
স্বপ্ন আমার কোথায় বল নিঃশ্বেস কোন প্রেমানলে।
মনের আঙ্গিনা সবটুক তার একটুও চাইনা ফিরে,
মুছতে হবে না কষ্ট কোন, জীবনতো মোরী এটাকেই ঘিরে।
তার লাগি আজ পৃথিবী আমার ছুট্র কুড়ে ঘর,
তাই বলে কী স্বপ্ন বুনা বনে যাবে বালি চর।
তাকে নিয়ে স্বপ্ন শুরু,নিঃশ্বেস হবে ভাবনা,
রেখে যাব স্মৃতিজুড়ে তার মধুময় আলপনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।