আমাদের কথা খুঁজে নিন

   

অন্ধকার নগরীতে

যে পথে আমার মৃত্যু আমি সেই পথে একবার- বার বার, বহুবার ফিরে যাই!

এখানে রাতের পরে সূর্‍্যের আলো আছড়ে পরে না
গভীর রাতের পর আরো বেশী অন্ধকার!
এ রজনী ভয়ংকর, চাঁদের আলো মাখা নয়,
অন্ধ পেঁচারাও থমকে থাকে আতংকে।
নিশাচর পশুরা ভুলে গেছে শিকার,
ভীতসন্ত্রস্ত তাদের প্রতিটি পদক্ষেপ!

এই নগরীতেও ঘুমিয়ে আছে রাজকন্যা।
তবু রূপকথার কোনো রাজকুমার আসে না-
ঘুম ভাঙ্গিয়ে তাকে নিয়ে যাবে দুর্বার গতিতে!
এখানে রাতের পর রাত আসে অসহ্য নিস্তদ্ধতায়।
শীতল রাজকন্যা আরো শীতল হয়ে ঘুমিয়ে রয়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।