The only person u should try to be better than, is the person u were yesterday.
গ্রামীনফোন আমাকে তাদের জিপি স্টার (গোল্ড) এ অন্তর্ভক্ত করেছে। কি কারণে করলো আল্লাহ মাহবুদ জানে। আমি ফোনে কথা বলি ২৪ ঘন্টায় মাত্র ৩ থেকে ৪ মিনিট। তা ও বাবা মার সাথে। আবার ঠিক আমি নিজেই ফোন করে কথা বলি না।
বাবাকে ফোন দেওয়ার সাথে সাথে বাবা কেটে আমাকে ব্যাক করে কথা বলে। তাই মাসে বলতে গেলে আমার ৫০০ এর বেশী খরচই হয় না। আর সেই আমাকে জিপি স্টার বানিয়ে দিছে, তাও সিলভার না, গোল্ড। ভাবছিলাম কি আর সুবিধা পাবো!! এখন দেখি না তাদের মেলা সুবিধা আছে...
কক্সেসবাজারের হোটেল স্যুট থেকে শুরু করে এয়ারকন এর এয়ার প্যাকেজ সাথে ১৫ পার্সেন্ট ডিসকাউন্ট, সুন্দরবনের ট্যুর প্যাকেজ, ওয়েস্টিন এ কমপ্লিমেন্টরি মিল, সাতরি, The Babyshop, lotto Bangladesh, মেনজ ক্লাবের উইন্টার কালেকশানের উপর ১৫ পার্সেন্ট ডিসকাউন্ট... GEORGE'S CAFE, Platinum Chain of Boutique Hotels , KASTURI GARDEN RESTAURANT তে খাওয়ার উপর ১৫ পার্সেন্ট, DAE JANG GEUM, Korean Cuisine, আর Fakruddin Biryani & Restaurant এ ২০ পার্সেন্ট করে ...KHAZANA DHAKA LTD. তে খাওয়ার উপর ২৫ পার্সেন্ট ডিসকাউন্ট...
কথা হচ্ছে আমি ফকির মুন্সি আবদুর রউফ এসব প্যাকেজের আদো ব্যবহার করবো কিন। সৌদিয়া এয়ারকনের নাম আজ আমি প্রথম শুনলাম।
আজীবণ লঞ্চের ছাদে করে দেশের বাড়ি যাওয়ার পর এখন যদি ডিসকাউন্ট রেটে লাক্সারিয়াস বিমানে চড়ি তাহলে হয়তো পাইলট মনের দুঃখে বিমান ক্রাশ করায়া দিতে পারে।
ওয়েস্টিনে আমি না আমার বাপও গেছে কিনা সন্দেহ আছে। আমার অনাগত সন্তানও যাইতে পাড়বে কিনা তাতেও আমার সন্দেহ আছে। আর তাদের কমপ্লিমেন্টরি মিল খাইতে যাবো আমি... ভাবতেও তো কেমন জানি লাগতেছে... ছিড়া স্যান্ডেলটা মুচির দোকানে দিয়া ফাটা অংশগুলো সেলাই কইরা নেওয়া দরকার... কওন তো যায় না... দেখা গেলো কমপ্লিমেন্টারি মিল খাইতে প্লেট নিয়া আউজ্ঞাইতেই সেন্ডেলের সেলাই গেলো খুইলা
'সাতরি' জিনিসটা কি এইটা এখনো বুঝতেছি না। এটাতে নাকি যেকোনো পন্যে ১৫ পার্সেন্ট ডিসকাউন্ট পাবো।
আমার অবশ্য খোলা সরিষার তেল কিনতে হবে গায়ে মাখার জন্য। শীতকালে গোসল করার পর শরীর টান টান কইরা উঠে। সাতরিতে যাওয়ার আগে একটা খালি শিশি নিয়া যাইতে হইবো। ১৫ টাকার খোলা সরিসার তেল সম্ভবত ১২ টাকা রাখবে।
The Babyshop এ দিছে ১৫ পার্সেন্ট ডিসকাউন্ট।
যদিও আমার কোনো বেবি নাই, তারপরও খানদানি কাইষ্টা হু ম্যে কুছ তো ডিসকাউন্ট লে কার হি আউঙ্গা। ভাবতেছি ঐখান থাইক্ষা বোনের ছেলের জন্য ডায়পারের বদলে ব্যবহ্যার করা তেনা গুলো খুচরা দরে কিনা আনতে হবে। দরদামের পর কমদামে ভালো ত্যানা পাওয়া যাইবো আসা করি।
লটো বাংলাদেশ কি এটা জানতে গুগল কইরা দেখলাম এটা একটা জুতার দোকান। ভালোই হইছে ৪০ টেকা দিয়া দুই জোড়া নতুন মোজা কিনন লাগবো।
৪০ টাকার মোজো নিশ্চয়ই ৩০ টাকার মতো রাখবো।
GEORGE'S CAFE, Platinum Chain of Boutique Hotels এইসব রেষ্টুরেন্টের পাশ দিয়ে কখনো গেছি কিনা সন্দেহ আছে, তয় KASTURI GARDEN RESTAURANT এর নাম শুনছি। এটাতে কলিজা সিঙ্গারা পাওয়া যাওয়ার কথা। ১০ টাকা। অনেকদিন হয় কলিজা সিঙ্গারা খাওয়া হয় না।
৪ টা সিঙ্গাড়া ২০ টাকা হইলে ১৭ টাকা রাখবে। পকেটে কইরা এক টাকার খুচরা কয়েন নিয়া যাইতে হইবো নইলে আবার ভাংতি না পাইয়া চকলেট ধরায়া দিতে পারে।
DAE JANG GEUM, Korean Cuisine, এর নাম আইজকাই পরথম শুনলাম। তয় Tom yum gong নামে একটা ছবি দেখছিলাম ইস্টার মুভিছে। অস্থির হইছিলো মুভিটা।
কোনদিক থে কোন দিক থে নায়কে হু হা কইরা মাইর দে কইবার ই পারতেছিলাম না। না দেইখা থাকলে দেইখা লইয়েন। চখাম ছবি।
ফকরুদ্দিন চিনি। এইডার সামনে দিয়া আমি অনেকবার সাইকেল চালাইয়া আইছি।
শুনছি রমজানে নাকি ভালো ইফতারি পাওয়া যায়। গত রমজানে যাইতে পারি নাই টেকা ছিল না দেইখা। এইবার আমি নিশ্চিত যামু ১০০ টাকা নিয়া।
KHAZANA DHAKA LTD. এইডা মনে হয় সঞ্জিব চৌধুরির, আরে হেতের প্রোগ্রাম কত দেখছি আমি জি টিভিতে!! হেতে তো আমার ভাইয়াপ মানুষ। খানা খাজানা নামে একটা প্রোগ্রাম ছিলো, ঐডা দেখতাম।
যাক এইডাতে যাওয়া যাইতে পারে। ভাই ব্রেদারের খাওয়ার দোকান ঢাকা শহরে আছে আর মুই যামু না!! আরো সাথে ২৫ পার্সেন্ট ডিসকাউন্ট !!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।