আমাদের কথা খুঁজে নিন

   

স্ত্রীকে হত্যা করে ছেলেকে নিয়ে পালালেন স্বামী

বগুড়ার ধুনট উপজেলায় হত্যার পর স্ত্রী রঞ্জনা খাতুনের (২২)  লাশ ঝুলিয়ে রেখে বড় ছেলেকে নিয়ে পালিয়েছেন তার স্বামী বিটল প্রামাণিক। তবে ছোট ছেলে রয়েছে নানার কাছে।

আজ উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ধুলাউড়ি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

নিহত রঞ্জনা খাতুনের (২২) বাবা আব্দুল হামিদ জানান, আজ সকালে রঞ্জনার সঙ্গে স্বামী বিটল প্রামাণিকের ঝগড়া হয়। এ ঘটনার জেরে বিটল প্রামাণিক রঞ্জনাকে হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে বড় ছেলে হৃদয়কে নিয়ে পালিয়ে যান।

আজ দুপুর দুইটার দিকে প্রতিবেশীরা রঞ্জনার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। বিকেল পাঁচটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

আট বছর আগে ধুনটের পশ্চিম ভরনশাহী গ্রামের আব্দুল হামিদের পালিত মেয়ে রঞ্জনা খাতুনের সঙ্গে বিয়ে হয় বিটল প্রামাণিকের। এ দম্পতির হৃদয় (৬) ও রায়হান আলী (৪) নামে তাদের দুটি সন্তান রয়েছে। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.