বিষয়টি খুবই মর্মাহত করেছে আমাকে । একজন শিক্ষক, যিনি পিতার সমতূল্য, অত্যন্ত পূজনীয় ব্যক্তি একজন ছাত্রের সঙ্গে তার এমন উগ্রচন্ডী মেজাজে কথা বলা কি মানায়?
মৌখিক পরীক্ষা নিতে আসা প্রতিটি শিক্ষক কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে কম বেশি উতকোচ (অর্থ) নিয়ে থাকে। উদ্দেশ্য মৌখিক পরীক্ষায় শিক্ষার্থীদের একটু বেশি নাম্বার দেওয়া। এটা কারোরই অজানা নয়। কিন্তু কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আর্থিক লেনদেনের বনিবনা না হওয়ার তার প্রতিশোধ নিশ্চয় শিক্ষার্থীদের ওরপ নিতে পারেন না কোন দায়িত্বপালনকারী শিক্ষক।
রোববার ছিল মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অর্নাস চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ভাইবা। এদিন তিতুমীর কলেজের ২ শিক্ষক এসেছিলেন পরীক্ষা নিতে। সকাল ৯টা থেকে পরীক্ষা নেয়ার সময় দেয়া হলেও যথাসময়ে তা শুরু হয়নি। শুধু তাই নয়, পরীক্ষা নেয়া শুরু হওয়ার পর দেখা দেয় আরও বিশৃঙ্খলা। একজন শিক্ষার্থীকে কমপক্ষে ১০-১৫ মিনিট করে আজেবাজে প্রশ্ন করা হয়।
১২৮ জন পরীক্ষার্থী উপস্থিত থাকলেও বিকাল ৫টা পর্যন্ত মাত্র ৬০জন পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়। বাকিদের বলা হয় আজ নয় কাল।
এমন অবস্থায় বেশ কিছু শিক্ষার্থী কলেজের বিভাগীয় প্রধানের কাছে টিউশন নেয়ার সুবাদে তাদের সিরিয়াল পেছনে থাকলেও আগেভাগে পরীক্ষা দেয়ার সুযোগ পান। তবে সমস্যা দেখা দেয় অন্যখানে। এদের মধ্যে বেশ কিছু ছাত্র চাকুরিজীবী থাকলেও দায়িত্বরত শিক্ষক বলেন সিরিয়ালের বাইরে কারো পরীক্ষা নেয়া হবে না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, আমি চাকুরি করি। বিকেলে আমর অফিসিয়াল একটি কাজ ছিল। তাই বিভাগীয় প্রধানকে ফোনে বলে আমি সিরিয়াল ব্রেক করে আগে পরীক্ষা রুমে ঢুকেছিলাম। কিন্তু ভেতরে ঢোকার পর তিতুমীর কলেজের দাড়িওয়ালা নাম না জানা সেই শিক্ষক আমার সঙ্গে খারাপ আচরণ করেন। কেন আমি সিরিয়াল ব্রেক করে ঢুকলাম বলে উত্তেজিত হয়ে ওঠেন।
আমি দু:খিত বললেও তিনি আমার পরীক্ষা না নিয়ে রুম থেকে বের করে দেন। এসময় আমার বিভাগীয় প্রধান মামুন স্যার নিশ্চুপ ছিলেন। বিষয়টি আমাকে খুবই মর্মাহত করেছে।
আপনারাই এবার বলুন সেই স্যার এবং মামুন স্যারের এমন আচরণ কতটুকু যৌতিক?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।