রোববার বঙ্গভবনে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে সাংবাদিকদের একথা বলেন তিনি। বিএনপিবিহীন দশম সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনএফ প্রধান, যে দলটির নিবন্ধন দেয়া নিয়ে আপত্তি ছিল বিএনপির।
দলের আদর্শে মিল থাকায় ভবিষ্যতে বিএনপিতে যোগ দেবেন কি না- জানতে চাইলে আজাদ বলেন, “আমি বিএনপিতে যোগ দেব না, বরং বিএনপির স্থায়ী কমিটির অনেক নেতা বিএনএফে যোগ দেবেন বলে আমার কাছে তথ্য আছে। ”
নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে হাসপাতালে থাকা অবস্থায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে শপথ নেয়ার পর বঙ্গভবনের অনুষ্ঠানে যোগ দেয়া জাতীয় পার্টির চেয়ারম্যানের বিষয়ে আজাদ বলেন, “এরশাদ সাহেব শারীরিকভাবে সুস্থ আছেন। কিন্তু মানসিকভাবে একটু অসুস্থ আছেন।
”
গত ১৮ নভেম্বর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়া বিএনএফ আবির্ভাবের দুই মাসের মাথায় এর প্রধান সমন্বয়ক সংসদ সদস্য হন।
আবির্ভাবের শুরু থেকেই দলটি জন্ম দেয় নানা বিতর্কের। নির্বাচনে অংশ নিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘আদর্শে উদ্বুদ্ধ’ দলটি গমের শীষ প্রতীক চেয়ে আলোচনার ঝড় তোলে।
ফাইল ছবি
বিএনএফের জন্মকে ‘ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে একে ‘ভুঁইফোড় সংগঠন’ বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের একাধিক শীর্ষ নেতা।
দলটিকে নিবন্ধন দেয়া হলে নির্বাচন কমিশনকে কোনো ছাড় না দেয়ারও হুমকি দেন খালেদা জিয়া।
বিএনএফের প্রতিষ্ঠালগ্নে অবশ্য এর প্রধান ছিলেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। তবে নিবন্ধন নিয়ে টানাপড়েনের মধ্যেই গত ২৩ সেপ্টেম্বর তিনি দলটিকে ‘বিলুপ্ত’ করার ঘোষণা দিয়ে তিনি সরে দাঁড়ান। । পরে দলের সমন্বয়কের দায়িত্ব নেন আবুল কালাম আজাদ।
অবশ্য এখন আবারো বিএনএফের একটি অংশের চেয়ারম্যান হিসাবে নিজেকে দাবি করেন নাজমুল হুদা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।