আমাদের কথা খুঁজে নিন

   

রিবেরি, মেসি না রোনালদো

কার হাতে উঠবে তো ফিফা ব্যালন ডি অ’র, চায়ের টেবিলে প্রিয় তারকাদের অর্জন নিয়ে চলছে শেষ মুহূর্তের আলোচনা।

মেসি ভক্তদের মত, টানা পঞ্চমবারের মতো বিশ্বসেরার পুরস্কার পেতে যাচ্ছেন গত মৌসুমে বার্সেলোনার হয়ে লা লিগা জয়ে দারুণ অবদান রাখা বার্সেলোনা তারকাই।

আরেক পক্ষের দাবি, যেহেতু এটা একক কৃতিত্বের স্বীকৃতি সুতরাং ফিফা বর্ষসেরার মূল দাবিদার রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো। কারণ গত বছরের ব্যক্তিগত পারফরমেন্সের তুলনায় পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদোর ধারে কাছে নেই কেউ।

কেউ বা বাজি ধরছে গত মৌসুমে জার্মানির প্রথম দল হিসেবে ‘ট্রেবল’ জয়ী বায়ার্ন মিউনিখের মূল কারিগর ফরাসি ফরোয়ার্ড ফ্রাঙ্ক রিবেরির পক্ষে।

বছরজুড়ে ব্যক্তিগত পারফরম্যান্সের ভিত্তিতে অবশ্য রোনালদোই অনেকখানি এগিয়ে। বিবিসি স্পোর্টসের হিসেব অনুযায়ী, রিয়াল মাদ্রিদ ও জাতীয় দলের হয়ে ৫৬ ম্যাচে ৬৬ গোল করেছেন রোনালদো। গোলে সহায়তা করেছেন ১৫টি। ব্যর্থতা শুধু এক জায়গায়- ক্লাবের হয়ে কোনো শিরোপা জিততে পারেননি তিনি।

তবে দেশকে ব্রাজিল বিশ্বকাপের টিকিট পাইয়ে দিতে সুইডেনের বিপক্ষে বাছাইপর্বের প্লে-অফে করেছিলেন অসাধারণ এক হ্যাটট্রিক।

২০১৩ সালটা মেসির জন্য তুলনামুলক বেশ খারাপ গেছে। বারবার চোটের কারণে তিনি খেলতে পেরেছেন মাত্র ৪৫ ম্যাচ। তাতে তার গোল সংখ্যা ৪২টি, গোলে সাহায্য করেছেন রোনালদোর সমান ১৫ বার। তবে দলকে জিতিয়েছেন লা লিগার শিরোপা।

গত চার বছর ধরে জিতে ফিফা ব্যালন ডি’অরকে একরকম নিজের করে নিয়েছেন মেসি।

এবার কিন্তু জোর চ্যালেঞ্জ এসেছে বাকি দুই প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে।

দলগত ভাবে অর্জনের শীর্ষে থাকা রিবেরি ৫২ ম্যাচে করেছেন ২২ গোল, করিয়েছেন ১৮টি। সাংবাদিকদের ভোটে ইউরোপের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বায়ার্ন মিউনিখের এই উইঙ্গারই।

ফ্রান্স ফুটবল ১৯৫৬ সাল থেকে ইউরোপের সেরা ফুটবলারকে ব্যালন ডি’অর পুরস্কার দিত। ২০০৭ সাল থেকে পুরস্কারটি দেয়া হয় বিশ্বের সেরা ফুটবলারকে।

তিন বছর পর ফিফার নিজস্ব পুরস্কারের সঙ্গে একীভূত হয়ে এর নাম হয় ফিফা ব্যালন ডি’অর। বিজয়ীরা নির্বাচিত হবে জাতীয় দলগুলোর অধিনায়ক ও কোচ এবং ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের বাছাই করা আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিদের ভোটে।

বর্ষসেরা খেলোয়াড় ছাড়াও সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হতে যাওয়া এই অনুষ্ঠানে বছরের সেরা কোচের পুরস্কারও দেয়া হবে। এর জন্য ৩ জনের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন বায়ার্ন মিউনিখকে ট্রেবল জেতানো সাবেক কোচ ইয়ুপ হাইনকেস,ইপিএল চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ অ্যালেক্স ফার্গুসন ও চ্যাম্পিয়ন্স লিগ রানার্স-আপ বরুসিয়া ডর্টমুন্ডের কোচ ইয়ুর্গেন ক্লপ।

এছাড়া অনুষ্ঠানে বর্ষসেরা দল ‘ফিফপ্রো একাদশ’ ঘোষণা করবে ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

তাছাড়া বছরের সেরা গোলদাতাকে দেয়া হবে পুসকাস অ্যাওয়ার্ড।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.