আমাদের কথা খুঁজে নিন

   

ফিফার সিদ্ধান্তে নির্লিপ্ত রিবেরি

জার্মানির সাপ্তাহিক ক্রীড়াপত্রিকা ‘স্পোর্ট বিল্ড’কে তিনি বলেন, “এবারই প্রথম এমন ঘটনা ঘটলো। এটা যেমন লজ্জাজনক তেমনই প্রতিবন্ধক। তবে এ নিয়ে আমি চিন্তিত নই। আমি শান্তই আছি। ” ফিফা ব্যালন ডি’অর পুরস্কারের লড়াইয়ে তিন জনের সংক্ষিপ্ত তালিকায় আছেন রিবেরি।

অন্য দুজন হলেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো ও বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। ফিফা বর্ষসেরা নির্ধারণের জন্য ভোট দেয়ার সময়সীমা ১৫ নভেম্বর পর্যন্ত ছিল। কিন্তু গত ২০ নভেম্বর হঠাৎ করে তা ২৯ নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দেয় ফিফা। এমনকি তারা জানিয়ে দেয়, যারা আগে ভোট দিয়েছিলেন তারাও নতুন করে ভোট দিতে পারবেন।

এ নিয়ে তখন ফুটবল-বিশ্বে শোরগোল পড়ে গিয়েছিল।

কারণ রোনালদোর দুর্দান্ত পারফরম্যান্সের পর দিন ঐ সিদ্ধান্ত নেয়া হয়েছিল। ১৯ নভেম্বর বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফের ফিরতি ম্যাচে রোনালদোর হ্যাটট্রিকের সুবাদে সুইডেনকে তাদেরই মাটিতে ৩-২ গোলে হারিয়ে ব্রাজিল-যাত্রা নিশ্চিত করে পর্তুগাল। তার চার দিন আগে লিসবনে ১-০ গোলে জয় পাওয়া প্রথম লেগেও লক্ষ্যভেদ করেছিলেন রিয়াল মাদ্রিদ তারকা। অনেকের ধারণা, রোনালদোকে বাড়তি সুবিধা দিতেই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ফিফা। গত মৌসুমে প্রথম জার্মান দল হিসেবে বায়ার্ন মিউনিখের ‘ট্রেবল’ জয়ে বড় অবদান রাখা রিবেরি অবশ্য ব্যাপারটাকে পাত্তা দিচ্ছেন না।

তিনি বলেন, “আমি ক্রিস্টিয়ানোর (রোনালদো) ব্যাপারে কোনো কথা বলিনি। এমনকি তাকে নিয়ে সতীর্থদের কাছেও কোনো মন্তব্য করিনি। কেনই বা বলবো? কে পুরস্কার পাবে বা কে পাবে না তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ” কিছু দিন আগে উয়েফার মৌসুম-সেরা খেলোয়াড় নির্বাচিত রিবেরি আরো বলেন, “তিনজনের সংক্ষিপ্ত তালিকায় থাকাটাই আমার জন্য ভীষণ সম্মানজনক। তাই আমার পক্ষে অনুষ্ঠানে যোগ দেয়াই স্বাভাবিক।

” আগামী ১৩ জানুয়ারি সুইজারল্যান্ডের জুরিখে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ফিফা বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা করা হবে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.