লেখালেখি করার ইচ্ছা আমার দীর্ঘ দিনের
বাংলাদেশে যে নতুন সরকার গঠিত হলো এটা কি জনগনের নির্বাচিত সরকার??
যদি নির্বাচিত সরকারই হবে তাহলে দেশের ১৫৩ টি আসনে অর্ধেকের বেশী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারল না কেন??
এছাড়াও বাকি আসনগুলোতে এত কম ভোট পড়ল কেন??
আসলে মহাজোটের শরীকরা পরীকল্পিতভাবে নিজেদের মধ্যে ক্ষমতাকে পাকাপোক্ত করতে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছে।।
আমরা জানি নির্বাচন হলেই জয়ী ও পরাজীত দল থাকবে। জয়ীরা যাবে ক্ষমতায় আর পরাজিতরা যাবে বিরোধীদলে। কিন্তু বর্তমান বাংলাদেশেতো যারা ক্ষমতায় তারাই বিরোধীদলে। তাহলে প্রতিদন্দ্বীতা হলো কাদের মাঝে?? এটা কোন ধরনের নির্বাচন?? এটাকেতো নির্বাচন বলা যায় না এটা হচ্ছে মনোনীত সরকার!! এটা হচ্ছে জনগনের ভোটাধিকার কেড়ে নিয়ে নিজেদের মাঝে সমঝোতার মাধ্যমে গঠিত সৈরাচারী সরকার।।
অনেকেই হয়ত বলবেন কেন এ সরকারেতো বিরোধীদল ও বিরোধীদলীয় নেতা আছে ।
এক্ষেত্রে আমি বলব আসলে সব মন্ত্রনালয়তো ভাগবাটোয়ারা করে নেয়া হয়েছে এখন যেহেতু বিরোধীদলীয় নেতার পদটা ফাকা আর সংষদে একজন বিরোধী দলীয় নেতা থাকা প্রয়োজন তাই রওশনকে দিয়ে পুরণ করা আরকি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।