আমাদের কথা খুঁজে নিন

   

রোবটিক্স চ্যালেঞ্জে দ্বিতীয় বুয়েট

রোবট তৈরিতেও পিছিয়ে নেই বাংলাদেশের তরুণরা। আর এক্ষেত্রে এগিয়ে আছে বুয়েট। বিশ্ববিদ্যালয়ের ট্রিপল 'ই' বিভাগের শিক্ষার্থীদের হাত ধরেই আন্তর্জাতিক রোবট প্রতিযোগিতা আইএরসি-তে দ্বিতীয় হয়েছে বাংলাদেশ। প্রথম ১০টি দলের মধ্যে রয়েছে বুয়েটের আরও তিনটি দল।

দুই পর্বে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সময়ের দৌড়ে প্রথম স্থান অক্ষুণ্ন রেখেছে শ্রীলঙ্কা।

ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত এই টেকফেস্টে মোট ১০টি দেশ থেকে অংশ নেয় ২৫টি টিম। টিমগুলোর মধ্যে শীর্ষ পাঁচে জায়গা পেয়েছে শ্রীলঙ্কার তিনটি, বাংলাদেশ এবং ফ্রান্সের একটি দল। প্রতিযোগিতায় শ্রীলঙ্কার ইউনিভার্সিটি অব মরাটুয়া-১ চ্যাম্পিয়ন এবং প্রথম রানার আপ হয়েছে একই দেশের এসএলআইআইটি । বাংলাদেশ থেকে দ্বিতীয় রানার আপ হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আরফাইন্ডার দল। ৩ থেকে ৫ জানুয়ারি ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি-আইআইটি-তে অনুষ্ঠিত টেকফেস্টে আরফাইন্ডার ছাড়াও শীর্ষ ১০-এ ছিল বাংলাদেশ থেকে অংশ নেওয়া চারটি দলই।

এর মধ্যে সপ্তম হয়েছে বুয়েট ফেলকনস, ক্রিপ্টোনাইট অষ্টম এবং বুয়েট রেক্স নবম স্থান অর্জন করে। আন্তর্জাতিক রোবটিকস চ্যালেঞ্জ প্রতিযোগিতায় অংশ নেওয়া সেরা তিন দলের মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 'আরফাইন্ডার' দলনেতা বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিকস কৌশল বিভাগের শিক্ষার্থী শেখ তানভীর আহমেদ। দলে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. আশরাফু-জ্জামান। * ই-ডেস্ক

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।