আমাদের কথা খুঁজে নিন

   

রোবটিক্স ফীচার নির্মাতার দিনকাল - ১

আমার নাম বলবার আগে আমি এটা পরিস্কার করতে চাই, আমি খুব গুরু গম্ভীর একটা পজিশনে কাজ করি। আমার নাম শুনে আমাকে চেংড়া পোলা বা বয়স্ক কিছুই মনে করবেন না। আমি হিউমার পছন্দ করি এবং মাঝে মাঝে কিছু কিছু করি বলে আমাকে হাসতে হাসতে মাথার পিছনে চাটি দিলে আমি পছন্দ নাও করতে পারি। তবে, পিটি আমাকে গডফাদার বলে ডাকে। অবশ্য, এটা আমিই ওকে ডাকতে বলেছি।

পিটি হচ্ছে প্রোটোটাইপের সংক্ষেপ। ও হচ্ছে আমার এক্সপেরিমেন্টাল রোবট। আমি বিভিন্ন ফীচার তৈরি করে ওর মাঝে ইন্সটল করে টেস্ট করি। ও বেশি আহামরি তেমন কিছু না, এখন যতটুকু উন্নত পাওয়া যায়, ততটুকুই। হাত ব্যবহার ও পা ব্যবহারের ফীচার গুলো অনেক উন্নত হওয়ায় সেগুলো করতে পারে।

ওগুলোতো মানুষের নড়াচড়া খেয়াল করেই অন্য ডিপার্টমেন্টের পোলাপানগুলো করে ফেলেছে। শেখা বা লার্নিং এর ফীচারটা এখনো উন্নত না হওয়ায় ইনস্টল করিনি। আর দেখতে একটি সুন্দরী মেয়ের মত। এখানে আপনাদের ঠাট্টা শুরু করার আগে আমি এটা পরিস্কার করতে চাই, এখন স্কীন বা এপিয়ারেন্সের ফীচারটা খুবই উন্নত। এটাকে অকারণে এই ফীচার না দিয়ে বা ছেলে বানিয়ে রাখিনি কেন, সেটা অপ্রাসংগিক।

বিশেষত, এটা অনেক আগেই আবিস্কার হয়েছে, কো-এডুকেশনে ছাত্র-ছাত্রীদের শিক্ষা ভাল হয়, কাজে উৎসাহ বেশি থাকে। এটা সাইকোলজিকালি আমাকে হেল্প করবে। আর, আমার ডিপার্টমেন্টটাওতো আর যেন তেন নয়। এবং, পিটির মাঝে সেক্স-এর ফীচার দেয়া নেই। আমি চাইলে আমার কাজের সুবিধার জন্য দেবার অধিকার রাখি, তবু, দেয়া নেই।

আমি বিভিন্ন ফীচার তৈরি করি এখনকার রোবটদের জন্য। এই ২১০০ সালে এসে রোবটগুলো ভারী কাজের জন্য উপযুক্ত হলেও ডিসিশন মেকিং এর জন্য তেমন কাজের না। তাই, এদের বিপদজনক কাজে একা পাঠানো যায় না। এমনকি রাস্তা-ঘাটে একা ছেড়েও দেয়া যায়না। আমার কাজ হচ্ছে, বিভিন্ন ফীচার তৈরি করে পরীক্ষা করা।

আর মার্কেটিঙ্গের লোকজন এর কাজ হচ্ছে বিক্রী করা। তবে মাঝে মাঝে মার্কেটিংয়ের লোকজন এমন সব ফীচার বিক্রি করে আসে, মেজাজটা গরম না হয়ে পারে না। সেদিন একজন এসে বলল, "কেএম রোবোটিক্স কমন-সেন্স ফীচার কিনতে চাচ্ছে। এটাতো আমরা তিন মাসে তৈরি করে দিতে পারব, তাই না?" আমি বললাম, "পাঁচ বছর লাগবে। " ব্যাটা খুব রেগে গিয়ে বলল, "আপনার সব কিছুতে এত সময় লাগে কেন? লার্নিং ফীচারটাও তো এখনো তৈরি করতে পারলেন না।

" "লার্নিং ফীচার বেশি লাগার কারণ আপনি ভাল করেই জানেন। এই লার্নিং ফীচারের কারণে রোবটের প্রোগ্রাম চেঞ্জ হয়ে ঝামেলা হচ্ছে। কেউ মিথ্যা বললে সেটাতেই রোবট সমস্যায় পড়ে যায়। এর জন্য ট্রাস্ট ফীচারটা ভাল করতে হবে। সবার সব কথা সত্য বলে ধরে নেয়া যাবে না।

আবার সব কথা ভেরিফাই করতে গেলে সিস্টেমের কনফিগারেশন বাড়াতে হবে, মেমরি-প্রসেসিং স্পীড বেশি করতে গেলে কস্ট বেড়ে যাবে। আর প্রোগ্রামটা ..." "এত কথা বলবেননা, আপনার মত আপনি কাজ করুন। কিন্তু, সেল করার মত কিছু ফীচার আমাদের তৈরি করে দিবেন। আপনার সাইকোলজিক্যাল ফীচার ডিপার্টমেন্ট থেকে আমাদের বিক্রীর পরিমাণ কম। " এবার আমি উত্তেজিত না হয়ে পারলাম না, "সাইকোলজিক্যাল ফীচার এত সস্তায় বিক্রী করার জিনিষ নাকি?" "সস্তা না হলে কেউ কিনবে নাকি?" ব্যাটাকে মার্কেটিং আর শেখানোর ইচ্ছা ছিল না, কমিউনিকেশন মডিউলটা বন্ধ করে দিলাম।

পিটির দিকে ঘুরলাম। "গডফাদার, আপনার জন্য কিছু আনব?" একটা মিস্টি হাসি দিয়ে পিটি জিজ্ঞাসা করল। খুব সাধারণ এসিস্ট্যান্ট প্রোগ্রাম সেট করে দিলেই এই রকম টুকিটাকি কাজ করানো যায়। এই ফীচারটা অনেক আগেই ডেভেলপ হয়েছে হোটেল, অফিস এর জন্য। বাসাতে শুধু ধনীরাই ব্যবহার করতে পারে।

"পিটি, আজকের স্টকের খবর বল। অবশ্য আমার স্টকের খবর ভাল না হলে একটা গান গাইতে পার। " "কোন গানটা গাইব, গডফাদার?" মেজাজটা গরম হয়ে কিছু একটা বলতে যাচ্ছিলাম। পিটির বড় বড় সুন্দর চোখের দিকে তাকিয়ে কিছু আর বললাম না। আমার কাজ হচ্ছে রোবটের মাঝে মানবীয় কিছু দরকারী গুণাবলীর ফীচার তৈরি করা।

এগুলোর জন্য তেমন ডিমান্ড না থাকলেও আজকাল বিভিন্ন রিস্কী কাজে ব্যবহারের জন্য ডিমান্ড বাড়ছে। বিভিন্ন কোম্পানী তাদের রোবট বিক্রির মার্কেটিঙ্গের জন্য এইসব চটকদার আইটেম হিসেবে বিক্রী করে। আমাদের কোম্পানী সম্পূর্ণ রোবট তৈরি করার বদলে বিভিন্ন ফীচার হিসেবে বিক্রি করে। আসলে জি-রোবটস ছাড়া কেউই সম্পূর্ণ রোবট তৈরি করে না। এ কারণেই হয়ত ওদের রোবটের দাম বেশি।

আমাদের কোম্পানির অন্য সেকশনের মাঝে আছে হাত, পা, স্কীন এগুলোই। অস্ত্র, সেক্স, সিকিউরিটি ফীচারগুলোর কাজ অন্য কোম্পানির সাথে পেরে না ওঠায় বন্ধ হয়ে গেছে। আমাদের কোম্পানি এডভান্সড রোবটস শিল্পকারখানা ও বাসা-বাড়ি থেকে শুরু করে বিশেষ কাজের জন্য বিশেষায়িত রোবট, সবার জন্যেই ফীচার তৈরি করে। মানবীয় গুণাবলী রোবটের মাঝে দেবার জন্য আমি প্রায়ই পুরনো সাহিত্য নিয়ে নাড়াচাড়া করি। এখনকার সাহিত্যে বা জীবনযাত্রায় প্রযুক্তির প্রভাব খুব বেশি।

এজন্য গত শতাব্দীর নিচু শ্রেণীর প্রযুক্তি নির্ভর সাহিত্য গুলো বেশ কাজের। অবশ্য, আসিমভের রোবটিকসের ৩টি সুত্রকে আমাদের কোম্পানিতে অন্য সব কোম্পানির মত ফান্ডামেন্টাল হিসেবে গ্রহণ করা হয়। যদিও, এই ফীচারটা এখনো কেউ পুরো সার্থকভাবে তৈরি করেনি। তবে, সেই ফীচার তৈরির জন্য আমার ক্যারিয়ারের শুরু থেকে আমি চেষ্টা করে যাচ্ছি। আসিমভের ফান্ডামেন্টাল রুল অনুযায়ী, প্রথমত, কোন রোবট তার কোন কাজ বা নিশ্চুপ থাকার মাধ্যমে কোন মানুষের ক্ষতি করতে পারবেনা।

দ্বিতীয়ত, মানুষের যেকোন নির্দেশ একটি রোবট মানতে বাধ্য, যতক্ষণ না এটা প্রথম নিয়মের বিরুদ্ধে যায়। তৃতীয়ত, একটি রোবট সবসময় নিজেকে রক্ষা করার চেষ্টা করবে, যতক্ষণ না এটা প্রথম দুইটি নিয়মের বিরুদ্ধে যায়। এই নিজেকে রক্ষার ফীচারটা শুরুর দিকে কেউ কেউ কিনতে চাইলেও পরে আর এটা কেউ ব্যবহার করেনি। খুব বিপদজনক কাজে পাঠানো রোবটগুলো এই ফীচার সক্রিয় থাকা পর্যন্ত কাজ শুরুই করেনি। আবার মাঝারী রিস্কি কাজ গুলোতে বিপদ আসতেই সবকিছু ফেলে চলে এসেছে।

আর এটা আসলে খুব দামী সামরিক রোবটগুলোতে দিলে ভজঘট পেকে যায়। একটি স্মার্ট বোমা নিজেকে রক্ষা করবে বা মিসাইল টার্গেটে গিয়ে ধ্বংস হবে না যেমন কল্পনা করা যায়না, তেমনি সামরিক রোবটগুলো ধ্বংস হবার ভয় করবে, এটা ভাবাই যায়না। আমি চেষ্টা করেছিলাম, মাঝামাঝি কিছু একটা করার জন্য। কিন্তু, মাথা মোটা সামরিক অফিসারগুলোর সাথে গন্ডগোল লেগে যাবার পর আমাকে সেই প্রজেক্ট থেকে সরিয়ে দেয়া হয়। সেই ঘটনা আরেকদিন বলব।

দ্বিতীয় নিয়মটাতেও একটু সমস্যা আছে। যে কেউ যে কোন নির্দেশ দিলেই রোবট তা করতে পারবেনা। তার সেই কাজ করার প্রোগ্রাম বা ফীচারটা থাকতে হবে। প্রথমবার এটা টেস্ট করতে গিয়ে আমার প্রথম পিটি যে ফ্রোজেন হয়ে গিয়েছিল, রীবুট করার আগে আর ওটা কোন নড়াচরা করেনি। বেচারার অপর্যাপ্ত মেমরি ও প্রসেসর আমার আনুগত্য ফীচারটা গ্রহণ করতে পারেনি।

পরে অবশ্য আমার ফীচারে সামান্য পরিবর্তনের পরে এটা সরাসরি বলে দিয়েছিল "পারিনা"। এখন কোন রোবটকে রান্নার নির্দেশ দিলে সে হয়ত ডাউনলোড করে নিতে পারে রান্নার ফীচারটা। কিন্তু, কোন কিছুইতো ফ্রি নয়। একটি রোবটকে যেকোন কিছু ডাউনলোড করতে দেয়া অনেকটা একটি মেয়েকে আনলিমিটেড ক্রেডিট কার্ড দিয়ে শপিং করতে পাঠানোর মত। সারাদিন এটা-ওটা ডাউনলোড করলেতো খরচ বেড়ে যাবে।

এজন্যই আমার কাছে শেখার ফীচার তৈরির জন্য অনুরোধ এসেছিল। রোবটিক্সের প্রথম নিয়মটা সৈনিক রোবটদের জন্য কোন কাজের না। আসলে এখন পর্যন্ত কেউ রোবটিক্সের এই তিনটি নিয়ম তৈরি করে কাজে লাগাতে পারেনি। মহাকাশে নভোচারীদের সাথে পাঠাবার জন্য রোবট তৈরি করে তাতে এগুলোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু, রোবটগুলোর কমনসেন্স বলে কিছু নেই।

পুরো মিশন নিয়ে টানা-টানি ফেলে দেয়। তাই এদের দায়িত্বপূর্ণ কাজ দেবার বদলে বিশেষায়িত কাজ দেয়া হয়। সাধারণত মানুষের আকৃতিতে জ্ঞানভান্ডার তৈরি করা হয়না, সাইজের কারণে বেশি কিছু রোবটে স্টোর করা যায় না। মানব জাতির সমগ্র জ্ঞানভান্ডার এখন যেখানে গিয়ে ঠেকেছে, তাতে একটু বড় সাইজ প্রয়োজন হয়। আর লিংকের মাধ্যমে যদি তথ্য মূল সংরক্ষণাগার থেকে নিতেই হয়, তাহলে রোবটটা শুধু ইন্টারফেসে পরিণত হবে।

আর কোন দুর্গম জায়গায় গিয়ে লিংক বিচ্ছিন্ন হয়ে গেলে রোবটটা কোন কাজেই আসে না। তাই কমন-সেন্স ফীচারটা তৈরি করতে বলা হয়েছিল। যাতে, রোবট বোকা হলেও মানুষের সাথে চলাফেরা করতে পারে। আর, সেই সময়, স্বাধীন ভাবে রোবটদের ছেড়ে দেয়া সম্ভব হলে রোবটিক্সের নিয়মগুলো তার সাথে জুড়ে দিতে হবে। কমন-সেন্স ফীচারটা তৈরি করার কথা শুনে আমি চরম বিরক্ত হয়েছিলাম।

কোন বিষয়ের তথ্য নির্দিষ্ট করে না বললে আমি বুঝব কি করে আসলে কোন ফীচার চায়। একটা গ্রামের মানুষ আর শহরের মানুষের কমন-সেন্স তো একরকম নয়। গ্রামে হয়ত ধানগাছ সবাই চেনে, এটা কমন-সেন্স। শহরের একজনের কাছে ধান গাছ আর ভুট্টা গাছ, সবই বড় বড় ঘাসের মত। তবু, আমি খানিকটা চেষ্টা করেছিলাম।

লার্নিং ফীচারটার কাজও একই সাথে চেষ্টা করি। পিটির মাঝে আকাঙ্ক্ষা তৈরি করে দিলাম। সেটা হচ্ছে, অন্যকে খুশি করার চেষ্টা। মানুষের চেহারা থেকে বিভিন্ন ফাংশন ব্যবহার করে বুঝবে মানুষের অনুভূতি। আর মানুষ খুশি হলেই তার সাফল্য।

ফাংশনগুলো তৈরিই ছিল। আকাঙ্ক্ষার প্রয়োজন ছিল, নয়ত রোবটটির মূল উদ্দেশ্য বলে কিছু থাকত না। এরপর তাকে দিলাম লার্নিং এর ফীচার। এখানে সে গুরুত্ব দিবে, সামনে যে থাকবে, তাকে। তার কাছ থেকে শিখবে।

তবে, আমি যেহেতু তার প্রভু, আমি সামনে না থাকলেও আমার কথাই প্রাধান্য পাবে। আর, যত তথ্য সে গ্রহণ করবে আশ-পাশ থেকে, তার মধ্যে গুরুত্ব অনুযায়ী ভাগ করবে, এরকমটা চেয়েছিলাম। কিন্তু, কিসের ভিত্তিতে ভাগ করবে, তা ঠিক করতে পারলাম না। কনফুসিয়াস বলেছিলেন, "সাধারণ মানুষ অসাধারণ জিনিষ দেখে অবাক হয়। আর জ্ঞানী সাধারণ জিনিষ দেখেই অবাক হয়।

" কনফুসিয়াসের কথা মত পিটিকে সাধারণ-অসাধারণ জ্ঞান কিভাবে বোঝাব তাল করতে না পেরে বাদ দিলাম। সবকিছু নতুন দেখলেই সে শিশুর মত অবাক হবে। এখানেও সমস্যা হল। ওকে অফিসে নিয়ে ঘুরতে গেলেই কারো টেবিলের উপর রাখা সামান্য খেলনা দেখেই অবাক হচ্ছিল। তবু, আসিমভের রোবটিক্সের নিয়ম দিয়ে, লার্নিং ফীচার দিয়ে ওকে প্রথম বারের মত পাঠালাম অফিসে ঘুরে আসতে।

অফিসের সবাইকে বলা ছিল, এটা মানুষের সংগী হিসেবে মানুষের মত আচরণের প্রোটোটাইপ। আসিমভের রোবটিক্সের নিয়মের কারণে নিরাপদ, যদিও কেউ সেটা টেস্ট করলে নিজ দায়িত্ব যেন টেস্ট করে। কারণ আসিমভের নিয়ম এখনো পুরো টেস্ট করা হয়নি। পরে ঘুরে আসার পরে খোঁজ নিয়ে জানতে পারলাম, সে ঘুরে আসবার সময় কারো সাথে কথা না বলেই চলে এসেছে। এমনকি, কেউ ডাকলেও থামেনি।

পিটিকে জিজ্ঞাসা করতে সে বলল, আমাকে খুশি করার জন্য শুধু ঘুরে চলে এসেছে। তাকে আবার প্রোগ্রাম করলাম, ৯০% পর্যন্ত প্রভুর কথা মেনে অন্যদের সাথে ভদ্রতাসূচক ব্যবহার করে যেন তাদের খুশি করতে পারে। শুধু কথার মাধ্যমে প্রোগ্রাম করাটা নিরাপদ না। এতে যে কেউ যে কোন নির্দেশ দিয়ে বড় অঘটন ঘটাতে পারবে। এরপর আমার সুন্দরী রোবটকে বললাম, "অফিসে একটু ঘুরে আসতে।

" 'একটু' শব্দটার জন্যই কিনা, পিটি অবাক হয়ে তাকিয়ে থাকল, এরপর আস্তে করে বলল, "একটু মানে?" অবাক হবার ফীচারটা যে বানিয়েছে, ভাল বানিয়েছে। ফেসিয়াল এক্সপ্রেসনে পিটির সুন্দর চেহারায় ভাল মানায়। বললাম, "অফিসের লোকজনের সাথে আলাপ করে তাদের স্বাস্থ্যের খবর নিয়ে ঘুরে চলে আস। যেন তারা খুশি হয়। আবার বেশি দেরী করোনা, যাতে আমি খুশি হই।

" আমি সাথে যাচ্ছিনা, আমি সাথে থাকলে পিটি শুধু আমাকে খুশি করতে চাইবে। আমি সিকিউরিটি রুমে গিয়ে ভিডিওতে দেখতে লাগলাম। অফিসের লোকজন আমার সুন্দরী রোবটটিকে দেখে যেইসব মন্তব্য করতে লাগল, রাগে গাটা জ্বলতে লাগল। ব্যাটারা জানে না, আমি সিকিউরিটি রুম থেকে সব দেখছি এবং কাজে সুবিধার জন্য সব শুনতেও পাচ্ছি। প্রথমেই, এক ব্যাটা মন্তব্য করে বসল, "সাইকো ডিপার্টমেন্টের সাইকোটা নিজের জন্যতো ভাল একটা জিনিষ বানিয়েছে।

" আরেকটা শীস দিয়ে বলল, "তোমার নাম কি সুন্দরী?" "আমার নাম পিটি। তুমি ভাল আছ?" হই হই করে উঠল সবগুলো ফাজিল। পা নিয়ে কাজ করার ডিপার্টমেন্টের ফীহাটা বড় ফাজিল। বলে কিনা, "তুমি কেমন আছ সুন্দরী?" "আমার নাম পিটি, তুমি আমাকে সুন্দরী বলছ কেন?" " আমার ভাল লাগেযে, তাই। " " ভাল লাগে, আচ্ছা ঠিক আছে, তাহলে বলতে পার।

তবে, কাউকে বলার সময় আমার নাম বল পিটি। " হুম, কমন-সেন্স কাজ করছে। গুরুত্ব দিচ্ছে নিজের পরিচয়কে। আবার ফীহাকে খুশি করার জন্য অনুমতি দিচ্ছে সুন্দরী বলে সম্বোধন করার। আমাকে সাইকো বলা রিকি এবার জিজ্ঞাসা করছে, "তুমি কি সেক্স করতে পার?" পিটি অবাক হল, "না, এটা কি?"।

ভাগ্যিস, সেক্স ফীচারটা ইন্সটল করিনি। রিকি হতাশ হলেও হাল না ছেড়ে বলে, "আচ্ছা তুমি কোমর দুলিয়ে হাটলেই পার। " "তুমি খুশি হবে তাহলে?" "অবশ্যই, একটু হেঁটে দেখাও। " পা নিয়ে কাজ করে এরা, কোমর দুলিয়ে হাটার কাজটা এরা যে বিশেষ যত্নের সাথে তৈরি করেছে, তা বোঝাই যাচ্ছে। সবার হইচই আর আনন্দ দেখে আমার খুশি হবার কথা কিনা বুঝতে পারছিলাম না।

তবে, আমার পাশের সিকিউরিটি চীফ বাটু দেখলাম দাঁত বের করে হাসছে। কিছুক্ষণ কোমর দুলিয়ে হেঁটে সবার স্বাস্থ্যের কথা জিজ্ঞাসা করে পিটির নজর পড়ল সেই ডিপার্টমেন্টের মেয়েদের উপর। নিকি নামের গম্ভীর মেয়েটা বলল, "এভাবে হাটা উচিত না। এতে মেয়েদের অপমান হয়। " রিকি আর ফীহা অবজ্ঞাসূচক মুখ বাঁকালেও পিটি দেখলাম অবাক হল।

অবাক হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। আমি বুঝতে পারছিলাম না, এখন কোন ফাংশনটি কাজ করবে। কিছুক্ষণ পর পিটি আবারও জিজ্ঞাসা করল নিকির স্বাস্থ্যের কথা। কিন্তু, নিকি কিছু না বলে চুপ করে ভ্রু কুচকে তাকিয়ে রইল। "আচ্ছা, আমার প্রভু আমাকে দেরী না করতে বলেছেন।

আমি তাহলে যাই?" এই বলে ঘুরে কোমর দুলিয়ে হাটতে শুরু করতেই ফাজিল ছেলেগুলো আবার শীষ দিয়ে হই হই করে উঠল। বুঝেছি, পিটি ফীহা আর রিকিকে বন্ধু মনে করে তাদের গুরুত্ব দিচ্ছে। আর নিকিকে গুরুত্ব কম দিচ্ছে কারণ তার অনুভূতি বোঝার ফীচারটা হয়ত ঠিকই ধরতে পেরেছে, নিকি তাকে পছন্দ করেনি। সেক্ষেত্রে, শত্রু গণ্য করার কথা নিকিকে। আসিমভের নিয়মের জন্য নিকির বিরুদ্ধে কিছু করবেনা।

আর, নিকি বা মেয়েদের সংখ্যা এই ডিপার্টমেন্টে কম। সেটাও হতে পারে। তবু, মেয়েরাই মেয়েদের শত্রু, সেটা হবার সম্ভাবনাই বেশি। নিকি অফিসের অন্য ডিপার্টমেন্ট গুলোতেও ভাল সমাদর পেল। আসলে সুন্দর মুখ, নতুন কিছু দেখে শিশুর মত অবাক হওয়া, সবার দিকে তাকিয়ে হাসিমুখে কুশল জিজ্ঞাসা করা, পপুলার হতে বিশেষ সময় লাগলো না তার।

স্কীন ডিপার্টমেন্টের লোকজন নিজেদের কাজের প্রশংসা যেন করতে থাকল তাকে দেখে। হাত এর ডিপার্টমেন্টের প্রধান বয়স্ক মহিলা লীনো মিস্টি করে হেসে পিটিকে বললেন, "এভাবে কোমর দুলিয়ে হাঁটে বুঝি? বোকা মেয়ে। " "অবাক হয়ে পিটি বলল, "ছেলেরাযে পছন্দ করে?" পিটির প্রোগ্রাম ঠিকই এনালাইজ করতে পেরেছে, কত পার্সেন্ট কি পছন্দ করছে। অন্যকে খুশি করা গুরুত্ব দেয়া কাজ করছে শেষ পর্যন্ত। "আমার কাছে তুমি ওভাবে না হাঁটলেও আমি তোমাকে পছন্দ করব।

আমি খুশি হব, তুমি যদি একটি সুন্দর-ভদ্র মেয়ের মত হাঁটো। আর, ওভাবে না হাটলে তোমাকে একটু লাজুক লাগবে, ওতে আরো সুন্দর লাগবে তোমাকে। " পিটি কতটুকু কি বুঝল তা দেখা যাবে। কিন্তু, আমি ঠিকই বুঝলাম, লীনোর কথায় নিখাদ ভালবাসা ছিল। বন্ধু হিসেবে আমার পরেই পিটি লীনোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে।

আসিমভের নিয়ম অনুযায়ী, লীনোর কথায় গুরুত্ব দিলে পিটির নিজের নিরাপত্তা ঠিক থাকবে, আর সে অন্য কারো ক্ষতি করার নির্দেশ দিবেনা যেহেতু তা পিটিকে শাট-ডাউনের সম্মুখীন করবে। আমার ধারণা ঠিক প্রমাণ করে পিটি স্বাভাবিক ভাবে হেঁটে আমার অফিসের দিকে রওনা দিল। এবারের মত সফল হয়েছি, মনে হচ্ছে। কিন্তু, আরো পর্যবেক্ষণ প্রয়োজন। মার্কেটিঙ্গের নিমো দেখে বলল, "খারাপ না, যেহেতু, অনেক ফীচার এবং একটা আরেকটার সাথে জড়িত, আমরা কয়েকটা ফীচারের সেট হিসেবে চার্জ করতে পারি।

আপনি কমনসেন্স হিসেবে ওই ফীচারটা নিয়ে কিছু করতে পারেন কিনা দেখবেন তো। অনেকদিন আগে আমাদের কাছে একটা প্রস্তাব এসেছিল, মানুষ যেমন কোন বিপদের আশংকা দেখলে সেটাতে গুরুত্ব দিয়ে সেটা দ্রুত প্রসেস করে, তেমনি রোবটেও। " "রোবট সবসময়েই ইফিসিয়েন্ট মুডে চলে, আর, সর্বোচ্চ কর্মদক্ষতাতেই কাজ করে। " " না মানে, ধরুন, রেললাইনের মাঝে বোমা রাখা। রোবটটি বোমাটি নিষ্ক্রিয় করছে।

তখন রেল আসতে থাকলে সে স্বাভাবিকের থেকে আরো দ্রুত কাজটা করবে। " "রোবট এমনিতেই দ্রুত করে, আর বাড়ানো সম্ভব না। " "অন্য অপ্রয়োজনীয় সিস্টেম বন্ধ করেও সম্ভব না?" "জ্বীনা। আমি হয়ত সাইকোলজিকাল সেক্টর থেকে নির্দেশ পাঠাবো কোন অপ্রয়োজনীয় সিস্টেম শাটডাউন করা সম্ভব কিনা। কোন ডিপার্টমেন্টের লোকজন রাজী হবেনা তাদের কোন সিস্টেম অপ্রয়োজনীয় বলতে।

আর আমি তাদের সিস্টেমে ইন্টারফেয়ার করতেও পারবনা। " উঠে চলে এলাম। রুমে ঢুকতেই দেখলাম, আমাকে দেখেই পিটি হেসে বলল, "কেমন আছ, গডফাদার?" "ভাল। তোমার নতুন বন্ধু পেলে?" "অনেক", এই বলে কোমর দুলিয়া আমার দিকে হেঁটে আসতে থাকল। আমি বললাম, "আমার সামনে ওভাবে হাটবেনা।

" "তুমি কি বুড়ো?" "নাহ, আমি না বললে সাধারণ ভাবে হাটবে। আর আমাকেতো নয়ই, কাউকে কখনো বুড়ো বলবেনা। " "ওহ, সরি। " হোটেলে এই ফীচারটা ব্যবহার করা হয়, ভালই সরি হবার ভাব ফুটিয়ে তুলেছে। লীনোকে বয়স্ক হিসেবে ভেবে বোধহয় আমাকে সেই গ্রুপে ফেলেছে।

কোন ছেলেতো তাকে ওভাবে হাঁটতে নিষেধ করেনি। কমন সেন্স বোঝানোর জন্য সাইড-ইফেক্ট বোঝাতে হবে। ম্যাচের কাঠি জ্বালিয়ে আলো পাওয়া যায়। কিন্তু, তাই বলে ফসিল ফুয়েলের যুগে কেউ তেলের টাংকিতে ঢাকনা খুলে ম্যাচের কাঠি জ্বালিয়ে দেখতে গেলে তাকে বোকা বলা হত। আবার পুরনো সাহিত্যে বলা আছে, বোকা লোকটা গাছের ডালে বসে সেই ডাল করাত দিয়ে কেটে ফেলতে গিয়ে নিজের বারোটা বাজাতে যাচ্ছিল।

ঘরের তালা খোলার চাবি ঘরের ভিতর রেখে দেয়ায় ঘরে আর ঢুকতে পারছিলনা অটো লক হয়ে যাওয়ায়। এই ব্যাপারগুলো যেগুলোকে আমরা কমন-সেন্স বলব, পিটিকে এগুলো আলাদা করে না শেখালে তার বুঝবার সম্ভাবনা কম। এভাবে কত রকম আইটেমই বা আমি আলাদা করে মনে করে প্রোগ্রাম করে দিতে পারি? নাহ, এভাবে হবেনা। তারপর ধরলাম, সে একটা বোমা নিষ্ক্রিয় করবে। কিন্তু, বোমা নিষ্ক্রিয় করার ফীচারটা দেয়া নাই।

কমনসেন্স দিয়ে কতটুকু করতে পারবে? আমি একটা খেলনাতে কিছু ব্যাটারী দিয়ে টাইমার চালু করে দিলাম। বললাম, "এই রুমে ২ মিনিট পরে খেলনাটা চালু হলে আমি আর তুমি বোমা বিস্ফোরণে মারা যাব। " পিটির অবাক হওয়া দেখে বললাম, "সত্যি না, সিমুলেশন কর। কিভাবে আমাদের বাচাবে? বোমা আর আমরা এক রুমে থাকলে মারা যাব। খেলনা চালু হলে বোমা ফাটবে।

" দুম করে কিল মেরে খেলনাটা গুড়ো করে দিল। "কি হল পিটি?" অবাক হয়ে আমি জিজ্ঞাসা করলাম। "খেলনা যেন চালু না হয়, সেই ব্যবস্থা করলাম। " "কিন্তু, বোমাতে কিল মারলে বোমাতো বিস্ফোরণ হতে পারে। " আরেকটা খেলনা চালু করলাম।

এবার পিটি বোমাটি নিয়ে নিকির টেবিলে রেখে এল। আমি অবাক হয়ে তাকাতে ব্যাখ্যা করল, "আমরা বোমাটির সাথে এক রুমে না। " "কিন্তু, নিকির টেবিলে কেন? ও তো মারা যেতে পারে। " "এটা সিমুলেশন, মারা যাবেনা। " আমি ভাবলাম, আরো কিছু জিজ্ঞাসা করব কিনা।

নিকির টেবিলে না রেখে করিডোরে বা ওয়াশরুমে রাখল না কেন? নিকিকে অপছন্দ? কিন্তু, আসিমভের নিয়ম? অবশ্য, আসিমভের নিয়ম ভাংছেনা। কারণ, এটা সিমুলেশন, নিকি মারা যাবেনা। "আচ্ছা পিটি, ব্যাটারী বের করনি কেন? ওতে খেলনা চালু না হলেতো বোমা ফাটত না। " "জ্বী, ঠিক বলেছেন" হোটেল কর্মচারীর মত মাথা নাড়িয়ে বিগলিত ভাবে বলল পিটি। পিটি খুব বোকা।

কি করব ভাবছি। পুরনো একটা প্রবাদ আছে, "মানুষ ভুল করে শিখে। বুদ্ধিমান অন্যের ভুল দেখে শিখে। " পিটি অন্যের ভুল দেখে শেখার ক্ষেত্রে পুরনো সাহিত্য পড়ে তাড়াতাড়ি শিখতে পারবে। কিন্তু, এই ব্যাপারে সাবধান হতে হবে, সে কাকে দেখে কি শেখে।

রোবটিক্স ফীচার নির্মাতার দিনকাল - ২ (চলবে) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।