আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তানি লেখিকাকে ভারত মন্ত্রীর রসালো ম্যাসেজ!

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুরের ব্যাপারে অভিযোগটা এবার বেশ গুরুতর। তিনি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে পাকিস্তানি কলাম লেখিকা মেহর তারারকে পাঠিয়েছেন গোটা ছ'য়েক মেসেজ। তাও যে সে মেসেজ নয়, রস-কস লাগানো ভালোবাসার ম্যাসেজ। এতে চরম বিরক্ত মেহের।

এদিন থারুরের অ্যাকাউন্ট থেকে মেহেরের টুইটার অ্যাকাউন্টে যে মেসেজগুলি এসেছে, তার একটিতে লেখা: 'আমি তোমায় ভালোবাসি।

তোমায় এ রকম নিশ্চিতভাবে ভালোবাসতে বাসতেই আমি যাই। সব সময়। রক্তপাত হচ্ছে, তবু সব সময়ের জন্য তোমার, মেহর। ' অন্য আরেকটি বার্তায় লেখা হয়েছে, 'দুঃখজনক ভাবে আমার স্ত্রী সুনন্দা, যে আমার জন্য সবকিছু ছেড়েছে, তোমার-আমার সম্পর্কের কথা জানতে পেরে গিয়েছে। ' বারবার এ ধরনের মেসেজ পেয়ে বিরক্ত মেহর টুইটারে লেখেন, 'কী চলছে এটা? আমায় কে টুইট করছে? শশী থারুরকে চিনি এবং তাকে দারুণ শ্রদ্ধা করি৷ কিন্তু যা টুইট করা হচ্ছে তাতে আমি বিরক্ত ও অসুস্থ বোধ করছি।

'

তবে বিষয়টি হ্যাকারদের কর্মকাণ্ড বলে অভিযোগ করেছেন থারুর। তিনি দাবি করেন, তার টুইটার অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। এমনটি তার স্ত্রী সুনন্দার অ্যাকাউন্টটিও হ্যাকারের কবলে পড়েছে।

থারুরের স্ত্রী সুনন্দার টুইটার অ্যাকাউন্ট থেকেও মেহেরের কাছে বিতর্কিত বার্তা যায়। পরে সুনন্দা জানান, তার অ্যাকাউন্টটিও হ্যাকারের কবলে পড়েছে।

এই ঘটনার প্রেক্ষিতে মার্কিন ইন্টারনেট সংস্থা টুইটার কর্তৃপক্ষের কাছে অভিযোগ পাঠিয়েছেন থারুর। কেন্দ্রীয় সাইবার অপরাধ সেলেও তিনি অভিযোগ দায়ের করতে চলেছেন বলে খবর পাওয়া গেছে। থারুরের এ বিষয়টি পুরো ভারত  জুড়ে  বেশ আলোচনার জন্ম দিয়েছে।

প্রসঙ্গত, টুইটারে জনপ্রিয় কংগ্রেস সাংসদদের মধ্যে থারুরের নাম সবার উপরে। টুইটারে তাকে প্রায় ২০ লক্ষ মানুষ 'ফলো' করেন।

সূত্র: সংবাদসংস্থা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.