আর্মস অ্যাক্ট মামলায় বলিউড তারকা সলমান খানকে সমন পাঠিয়েছে যোধপুর আদালত। বলা হয়েছে, ২৯ জানুয়ারির মধ্যে আদালতে হাজিরা দিতে হবে তাকে। গতকাল বুধবার মামলার সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করার পরই সালমানকে তার বিবৃতি দেওয়ার জন্য আদালতে ডেকে পাঠান মুখ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দ্র কলা জৈন।
১৯৯৮ সালের ১-২ অক্টোবর যোধপুরে 'হাম সাথ সাথ হ্যায়' ছবির শ্যুটিং চলার সময় সংরক্ষিত এলাকায় দুটি কৃষ্ণসায়র হরিণ হত্যা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একই সময় বেআইনি অস্ত্র রাখার অভিযোগও ওঠে এই বলিউড তারকার বিরুদ্ধে।
অভিযোগে বলা হয়, সালমানের কাছে যে অস্ত্র ছিল তার লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। এই ঘটনার পরই সংরক্ষিত এলাকায় তার বিরুদ্ধে শিকার করার অভিযোগ দায়ের করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।