আমাদের কথা খুঁজে নিন

   

এটাই কি সালমান: সালমানকে উদ্দেশ্য করে বিচারপতি

ভালো থাকুন সবার সাথে

বুধবার হরিণ হত্যা মামলায় যোধপুরের আদালতে উপস্থিত হয়েছিলেন সালমান। সেখানে উপস্থিত প্রধান বিচারপতি সিজেএম চন্দ্র কালা জৈন তাকে দেখেই বলে উঠেন, “এটাই কি সালমান?” বিশ্বজোড়া পরিচিতি বলিউড অভিনেতা সালমান খানের। দেশে বিদেশে তার অগুনতি ভক্ত। কিন্তু নিজ দেশে এভাবেই পরিচয় সংকটে পড়লেন তিনি।

আদালতে চত্বরে সালমানের শুভাকাঙ্ক্ষী ও ভক্তরাও ভিড় জমিয়েছিল।

প্রধান বিচারপ্রতির এমন মন্তব্যে ক্ষুব্ধ হন তারা। এমন প্রশ্ন করে সালমানকে বিশাল অপমান করা হয়েছে- এমন মন্তব্যও করেছেন অনেকে।

কিন্তু প্রধান বিচারপ্রতি তখনো তার বক্তব্যে অনড়। তিনি হরিণ হত্যায় অভিযুক্ত উপস্থিত ওই লোকটি সত্যিই সালমান কী না- তা নিশ্চিত হতে চান। একপর্যায়ে সালমানের পরিচয় ভেরিফাই করার জন্য পীড়াপিড়ি শুরু করেন প্রধান বিচারপতি।

পরে পাবলিক প্রসিকিউটর সালমানের পরিচয় নিশ্চিত করলে, প্রধান বিচারপতি আশ্বস্ত হন।

১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংয়ে জোধপুরে লাইসেন্সবিহীন অস্ত্র দিয়ে হরিণ হত্যার অভিযোগ ওঠে সালমানের বিরুদ্ধে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে পরে সালমানের বিরুদ্ধে অস্ত্র আইন ও বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়। এজন্য সালমানকে একাধিকবার কারাভোগও করতে হয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.