আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর আর কিছু বেজন্মার নির্লজ্জ দালালী।

শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু শিক্ষিত লোকই জাতির মেরুদণ্ড নহে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে গত কিছুদিন যাবৎ পুরো দেশের ক্রিকেট অনুরাগীরা প্রতিবাদ মুখর ছিল। এই সফর বাতিলের জন্য ফেসবুক, ব্লগ সহ দেশের সব গণমাধ্যমে সবাই তাদের প্রতিবাদ জানিয়েছে। শেষ খবর, বিসিবি এই সফর বাতিল করেছে। সামুতেও অনেকেই এর বিরোধিতা করেছিল। এখন সফর বাতিল হওয়ায় আমরা সকলেই খুশি।

মালালার মত অপরিপক্ক একজনের কমেন্টে আমাদের ক্রিকেট দলের কিছু আসবে যাবে না। মালালা যতই নারী শিক্ষা, মানবাধিকারের কথা বলুক না কেন আসলে তো সে পাকি রক্ত শরীরে বহনকারী একটা পশ্চিমা প্রডাক্ট। তার নিজের দেশের পক্ষে সে দালালী করেছে। মালালার টুইটার কমেন্টের জন্য সবাই যখন সোশ্যাল-মিডিয়ায় তীব্র নিন্দা জানাচ্ছে তখন খুব খারাপ লাগলো প্রথম আলো'র এই সংবাদে কিছু পাঠকের মন্তব্য দেখে। বাংলাদেশ ক্রিকেট দল আপাতত পাকিস্তান যাচ্ছে না বিশ্বাস করতে কষ্ট হয় এরা কি আসলেই বাংলাদেশী কিনা? পাঠকের মন্তব্যে, আবেদ লোহানী, বেইজিং থেকে বলেছেঃ খেলা নিয়ে রাজনীতি করা ঠিক হয়নি।

২০১৩.০১.০১ ০২:৫৪ আলমাস চৌধুরী, লন্ডন থেকে বলেছেঃ যারে দেখতে নারী চলন বাঁকা। ২০১৩.০১.০১ ০৪:৩৪ সব চেয়ে মেজাজ খারাপ হয়েছে এই মঈন মুন্সি'র কমেন্ট পড়েঃ খুব খারাপ ব্যাপার হলো। অনলাইন জরিপগুলোতে যেখানে ৬০ থেকে ৭০ ভাগ মানুষ ট্যুরের পক্ষ্যে মত দিচ্ছে সেখানে জনমতের কথা বলা ঠিক হলো কি? ২০১২ তে আমাদের টীম ফর্মের তুঙ্গে থাকলেও হাতে গোনা কয়েকটা টেষ্ট ও ওয়ানডে খেললাম আমরা। আইসিসির নির্দেশনা অমান্য করায় ২০১৩ ও হয়তো ছোট দলগুলোর সাথে T20 খেলে পার করতে হবে। S. H. Khan নামের এই নির্বোধ লিখেছেঃ Wrong decision. I believe PCB able table o provide sufficient security for Bangladesh team. We miss a golden opportunity to improve out cricket culture।

২০১৩.০১.০১ ০৯:২১ khaled rana নামের আরেক বলদ লিখেছেঃ I believe BCB took a wrong decision. Pakistan committed a special force and special security for Bangladesh team. However pak is in huge pressure by ICC to prove the strong security in cricket. They also ACC member of nation. This is the 3rd time we break our commitment. We must think all these before take an decision. We will get answer in future..২০১৩.০১.০১ ১১:০৭ ইংরেজিতে কমেন্ট মারা এইসব পণ্ডিতদের নিয়ে সন্দেহ জাগে, আসলে কি এরা বাংলাদেশী? যদি পাকিস্তানি হয় তাহলে তো বাংলা পত্রিকা পড়তে পারার কথা না। রাহমান সাহেবের(!) আক্কেল বোধহয় দিন দিন কমছে, তা না হলে এইসব রাজাকারি কথা মডারেশনের আওতায় আসলো না কেন? মালালাকে নিয়ে কিছুদিন তো উনারাই প্রথম পাতা'র অর্ধেক ভরিয়ে রাখতেন। বিদেশী ব্লগাররা আমাদের জন্য যতটা না ভয়ের তার চেয়ে বেশি আতঙ্কের বিষয় নিজেদের ভেতর ঘাপটি মেরে থাকা বিদেশীদের পয়সা-খেকো এই সব বুজুর্গ নেট ইউজ করনেওালারা। সময় থাকতেই এদের গদাম দিয়ে তাদের প্রভুদের কাছে রিটার্ন করানো উচিৎ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.