আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর পথে

হ য ব র ল হেটে হেটে কেতেছে অনেকটা সময় গিয়েছি বহুপথ বহুক্রশ। হেঁটেছি বহু প্রান্তর ,বহু দেশ,বহু নগরএকেছি পদ চিহ্ন এই পৃথিবীর প্রান্তরে। গিয়েছি সমুদ্র,পারিয়েছি মরুভুমির উত্তপ্ত বালু, পাথর কঠিন আগ্নেও পাহাড়। দেখেছি ক্ষুধার জ্বালায় ক্লিস্ত শরীরের নির্বাক চোখের দিপ্ত জ্বালা ধরা চাহুনি। মানুষের দেহ খাওয়ার লোভে যেথায় উড়ছে শকুনি আর বাজছে হায়েনার ক্রূর হাসি।

শুনেছি সেই দেওয়ালের প্রতিবম্বিত ক্রন্দন যা ফিরে আসে আজ ভারি বাতাস বেয়ে। শুনেছি সেই আরতচিতকার ওই ক্রিতদাসে যে আজো লরছে তার স্বাধীনতার জন্য। চোখের পানি শুকিয়ে যায় যেথা কিন্তু শুঁকায়না সেই রক্তের দাগ আর শিকলের বন্ধন। শুনেছি সেই গুলির আওয়াজ আর বুটের মচ মচ শব্দ বন্ধ করতে শত শত চিৎকার। দেখেছি সেই রক্ত ভেজা কংক্রিটের ছোপ ছোপ দাগ যা ভেদ করে দুলছে আজ এক অজানা বনফুল।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.