আমাদের কথা খুঁজে নিন

   

অভিনন্দন বাকের ভাই

খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো...

অভিনন্দন বাকের ভাই
হাসান কামরুল
অবশেষে গঠিত হলো আওয়ামী নেতৃত্বাধিন নতুন সরকার। তৃতীয় বারের মতন প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা। নানান চড়াই উৎরাই পেরিয়ে এ সরকারের যাত্রা শুরু হলো। কেমন হলো মন্ত্রী পরিষদ? এ নিয়ে আলোচনা চলছে দেশজুড়ে। নতুন সরকার নিয়ে উচ্ছ্বাসিত দেশবাসি।

বর্ষিয়ান নেতাদের সম্মিলনে নতুন মন্ত্রিপরিষদের কলোবর বৃদ্ধি পেয়েছে বহুগুনে। অগ্রজ সাংবাদিক পীর হাবিবুর রহমান বাংলাদেশ প্রতিদিনে লিখেছেন ’ বর্ণহীন নির্বাচনে বর্ণময় সরকার”। নির্বাচন নিয়ে শঙ্কা ও নির্বাচনের দিন দেশজুড়ে বিরোধিদলের নৈরাজ্য দেখেছে দেশবাসি। তারপরও একটা সফল নির্বাচন করার অভিষ্ট লক্ষ্যে পৌছেছে শেখ হাসিনা ও তার দল। শুধু তাইনা, বিরোধিদলের অব্যাহত হুমকি ধামকির মধ্যে দিয়ে নব নির্বাচিত এমপিদের শপথ ও নতুন মন্ত্রিসভা গঠন সব মিলিয়ে বিরাট এক চ্যালেঞ্জের মধ্য দিয়ে শেখ হাসিনাকে যেতে হয়েছে।

শেখ হাসিনার নেতৃত্বে এবারের সরকার কাঠামো নিয়ে ইতিমধ্যেই দেশ বিদেশে প্রশংসিত হয়েছে। এমন মেধা ও অভিঙ্ঞতার সম্মিলন খুব কম মন্ত্রিসভাই দেখা মিলেছে । বাদ পড়েছেন অনেক হেভিওয়েট রাজনৈতিক বিশেষ করে যারা নবম সংসদে খুব দাপুটে মন্ত্রি ছিলেন। সৈয়দ আশরাফ বলেছেন এ মন্ত্রিসভা হবে দুর্নীতিমুক্ত।
রাংলাদেশের রাজনীতির লিজিন্ডারিরা এবারের মন্ত্রিসভায় স্হান পাওয়ায় নতুন সরকারের প্রতি মানুষের আস্হা ও আকাঙ্খা বাড়ছে।

বাংলাদেশের নাট্যজন জনপ্রিয়তার শীর্ষে অবস্হানকারী ব্যক্তিত্ব বাকের ভাই ’আসাদুজ্জামান নূর’ এবারের মন্ত্রিসভায় স্হান পাওয়ায় শেখ হাসিনাকে ধন্যবাদ দিতেই হয়। কোটি মানুষের প্রাণের চাওয়া এবার পুরণ হলো। । সঠিক লোককে সঠিক মন্ত্রনালয়ে বসিয়ে বাংলাদেশের সাংস্কৃতির প্রতি সম্মান দেয়া হলো বলেও সাংস্কৃতিকমনস্ক ব্যক্তিরা মনে করছেন।
অমর কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের নাটকের মধ্য দিয়ে বাকের ভাইয়ের যাত্রা।

জোনাকি জ্বলে নাটকটির চরিত্র মানুষের মনের গভিরে আজও দাগ কেটে আছে। মনে পড়ে যেদিন বাকের ভাইয়ের ফাসি হয়ে গেল, সেদিন সারা দেশের মানুষ রাস্তায় নেমে শ্লোগান তুলেছিল। স্কুল পড়–য়া ভাইবোনদের নিয়ে সেদিন আমরাও বাড়ির রাস্তার সামনে প্রতিবাদ মিছিল করেছিলাম। একটি নাটক যে এভাবে মানুষের মনে দাগ কাটতে পারে তা ছিল ভাবনাতীত। ।

শুধুই কি বাকের ভাই? অয়োময় নাটকটির সেই মীর্জা সাহেবের অভিনয় শৈলি দেখে যারপর নাই মুগ্ধ হয়েছে এ দেশের মানুষ। বিটিভি’তে শুক্রবার ৮ টার সংবাদের পর অয়োময় নাটকটি দেখানো হতো। তাই আগেভাগে সন্ধ্যার পড়া শেষ করে নাটকটি দেখার জন্য মন লুটিপুটি খেতো। ।
বহুগুনে গুনান্বিত এ মানুষটি।

শুধুই কি অভিনয়? অভিনয়ের বাইরেও রয়েছে অকৃত্রিম ভরাট কন্ঠের আবৃতি। তার আবৃতি মানেই শ্রুতিমধুর। এখনো সকাল বেলায় আসাদুজ্জামান নূরের কন্ঠে আবৃতি না শুনলে যেন সকালটি মিষ্টি হয়না। রাজনীতিতে এসে পর পর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ব্যক্তিগত উদ্যোগে তার নর্বাচনি আসনে গিয়ে আসাদুজ্জামানের সুখ্যাতির খবর নিতে গিয়ে জানলাম তারা নূরকে তাদের ঘরের পোলা হিসেবে জানে।

তার প্রতিপক্ষের লোকজনও ব্যক্তি আসাদুজ্জামান নূরকে রাজনৈতিক আসাদুজ্জামান নূর থেকে আলাদা করতে পারেননা। দল মত নির্বিশেষে তার প্রতি রয়েছে মানুষের অকৃত্রিম ভালোবাসা।
যদিও এবারের নির্বাচনের সময় তার উপর বর্বোরোচিত হামলা করেছে জামাত শিবিরের ক্যাডাররা। নিজের জীবন বিপন্ন জেনেও তিনি ঢাকায় না ফিরে দলের নেতা কর্মীদের সঙ্গে ছিলেন। তিনি মানুষকে ভালোবাসেন কর্মে চিন্তায় ও স্পৃহায়।

। যে কেউ আসাদুজ্জামান নূরের কাছে তার ভালো মন্দের কথা বলতে পারেন। ছোট্র একটি ঘটনা মনে পড়লো’ ”একদিন দেশ টিভির কার্যালয়ের সামনে আসাদুজ্জামান নূর দাড়িয়ে আছেন। আমিও ঔ পথ দিয়ে যাচ্ছিলাম তাকে কাছে পেতেই কুশলাদি জিঙ্ঘেসা করলাম। উনি আমাকে দেখে বললেন কি ব্যাপার আপনার কোন খবর নাই কেন? সেই যে জাহাঙ্গীরনগর দেখা তারপরতো আর কোন খবর নাই।

। আমি কিছুটা ইস্তত হলাম, বছর পাচেক আগে জাহাঙ্গীরনগর নাট্য পার্বনে অতিথি হয়ে গিয়েছিলেন তিনি। সে অনুষ্ঠানেই উনার সহিত প্রায় ঘন্টাব্যাপি অন্তরঙ্গ আলাপচারিতায় মুগ্ধ হয়েছিলাম। পাচ বছর পরও তিনি মনে রেখেছেন। এ হলো আসাদুজ্জামান নূর।

। ” তিনি মন্ত্রী হওয়ায় দেশের মানুষ খুশি। আশা করি নিজস্ব প্রঙ্ঘা ও মেধার মননে সাংস্কৃতি মন্ত্রনালয় তার হারানো গৌরব ফিরে পাবে। কালচারালি বাংলাদেশ আরো অনেক বেশি এগিয়ে যাবে। এবং উনার মন্ত্রনালয় হবে সংস্কৃতি কর্মীদের জন্য উম্মুক্ত।

এ আশা ব্যক্ত করে উনার নতুন কর্মক্ষেত্রের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি। । এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি রইলো শ্রদ্ধা এমন সুন্দর ও যুগোপযুগি মন্ত্রিসভা গঠনের জন্য।







অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.