আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কার্যক্রম সীমিত করার নির্দেশ

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কার্যক্রম সীমিত করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। মানুষের ব্যক্তি স্বাধীনতাকে অবশ্যই সম্মান করতে হবে বলেও তিনি মন্তব্য করেছেন। তবে নজরদারি কার্যক্রম পুরোপুরি বন্ধ করা হবে, এমন কোন ঘোষণা তিনি দেননি।

যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য দেশের নাগরিকদের উপর যে গোয়েন্দা নজরদারি করা হয়েছে, সেটি নিরাপত্তার স্বার্থেই করা দরকার ছিল, তাতে কোন আইন ভঙ্গ হয়েছে বলে ওবামা মনে করেন না। তবে এটি অপব্যবহারের আশংকাও তিনি উড়িয়ে দেননি।

তাই দেশের গোয়েন্দা সংস্থাগুলোকে এ ধরনের কার্যক্রম সীমিত করার জন্যে তিনি নির্দেশ দিয়েছেন। যে পদ্ধতিতে বর্তমানে তথ্য সংগ্রহ করা হচ্ছে, তা পরিবর্তনের জন্যেও তিনি আদেশ দিয়েছেন।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.