আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপ নিয়ে শঙ্কায় নেইমার

গেটাফের বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচটা বার্সেলোনার ভক্তদের জন্য সুখেরই ছিল। লিওনেল মেসির জাদুকরি ফুটবল দেখেছে তারা। কিন্তু ম্যাচের ২৮তম মিনিটে নেইমার যখন মাঠ ছাড়লেন দুজন অফিশিয়ালের কাঁধে ভর দিয়ে, কেবল বার্সেলোনারই নয় ব্রাজিলের ভক্তরাও অাঁতকে উঠেছিল। গোড়ালিতে যে আঘাত পেয়েছেন নেইমার, বিশ্বকাপের আগে তা ভালো হবে তো! তবে ভক্তদের চেয়েও বেশি ভয় পেয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। বিশ্বকাপে খেলতে পারবেন কিনা, এই নিয়ে শঙ্কায় পড়েছিলেন তিনি।

অবশেষে পরীক্ষার পর জানা গেল, চার সপ্তাহ পরই ভালো হয়ে উঠবেন নেইমার। এক মাস মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে! এক মাস পর ফিরলেও সেই আগের নেইমার থাকবেন তো তিনি!

'আঘাত পাওয়ার সময় আমি ভেবেছিলাম, এটা খুবই গুরুতর ইনজুরি। ২০১৪ বিশ্বকাপ নিয়েও আমি শঙ্কায় পড়েছিলাম। তবে ভয়ের কিছু নেই। অতি দ্রুত মাঠে ফেরার জন্য আমি সবকিছুই করব।

' টুইটার অ্যাকাউন্টে এমনটাই জানিয়েছেন নেইমার। ধন্যবাদ জানিয়েছেন সব ভক্তদের এবং যারা তার জন্য প্রার্থনা করেছেন তাদেরকে। মেডিক্যাল পরীক্ষার পর বার্সেলোনার ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'পরীক্ষার পর জানা গেছে নেইমার ডান গোড়ালিতে আঘাত পেয়েছেন। এর ফলে তিন অথবা চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। ' এর অর্থ, ফেব্রুয়ারির শেষদিকে মাঠে ফিরতে পারেন ব্রাজিলিয়ান এ তারকা।

এর মধ্যে নয়টি ম্যাচ খেলতে হবে বার্সেলোনাকে। রয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ নকআউট পর্বে ম্যানসিটির সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচও। নেইমারের ভাগ্য খুব ভালো হলে ১৯ ফেব্রুয়ারির আগে তিনি ফিট হতেও পারেন। সেক্ষেত্রে ভক্তরা ম্যানসিটির বিপক্ষে মাঠে মেসির সঙ্গে নেইমারকেও হয়ত দেখতে পাবেন।

শঙ্কা কেবল বার্সেলোনাতেই নয়।

রয়েছে ব্রাজিলেও। বিশ্বকাপের আগে নেইমার মাঠে ফিরলেও তিনি সেই পুরনো রূপে ফিরতে পারবেন তো! এই প্রশ্ন ব্রাজিলের সর্বত্রই।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.