আমাদের কথা খুঁজে নিন

   

সুনন্দার মৃত্যু 'অস্বাভাবিক'

ভারতের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক মন্ত্রী শশী থারুর স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর পর বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। গতকাল সকালে তিনি সেই হাসপাতালে ভর্তি হয়েছেন যেখানে তার স্ত্রী সুনন্দা পুশকরের দেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা।

হাসপাতালটির একজন মুখপাত্র জানিয়েছেন, শশী থারুরের অবস্থা এখন স্থিতিশীল। পাকিস্তানি এক নারী সাংবাদিকের সঙ্গে তার সম্পর্ক রয়েছে- টুইটার বার্তায় এমন খবর প্রকাশিত হওয়ার পর দিলি্লর একটি হোটেল থেকে পুশকরের লাশ উদ্ধার করা হলো। দিলি্ল পুলিশ এরই মধ্যে হোটেলের বেশ কয়েকজন কর্মীকে জিজ্ঞাসাবাদ করেছে।

গত বুধবার ওই টুইটার বার্তা প্রকাশ হওয়ার পর আলোচনায় আসেন থারুর দম্পতি। তাতে বলা হয়েছে, পাকিস্তানি সাংবাদিক মেহর তাহরারের সঙ্গে ভারতীয় এই মন্ত্রীর সম্পর্ক রয়েছে। অবশ্য পরবর্তীতে গত বুধবার এই দম্পতি দাবি করেন, তাদের বিবাহিত জীবন সুখী এবং ভুয়া টুইটার অ্যাকাউন্ট থেকে এসব বার্তা পাঠানো হয়েছে। এদিকে পুশকর প্রথমে এসব বার্তা প্রকাশের কথা স্বীকার করলেও পরবর্তীতে অস্বীকার করেন। শশী থারুর ২০১০ সালে সাবেক দুবাইভিত্তিক ব্যবসায়ী সুনন্দা পুশকরকে বিয়ে করেন এবং এটি ছিল মন্ত্রীর তৃতীয় বিয়ে।

দিলি্ল পুলিশ বলেছে, নগরীর পাঁচ তারকা লীলা হোটেল থেকে তারা সুনন্দার লাশ উদ্ধার করেছেন। শশী থারুরই তার স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর খবর পুলিশকে দেন। তবে তিনি কীভাবে মারা গেছেন তা স্পষ্ট নয়। উল্লেখ্য, জাতিসংঘের সাবেক কূটনীতিক থারুর ক্রিকেটের একটি দরপত্রে দুর্নীতির অভিযোগে ২০১০ সালে প্রথমবারের মন্ত্রিত্ব ত্যাগে বাধ্য হন। পরবর্তীতে ২০১২ সালে তাকে মানব সম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী করা হয়।

জি নিউজ।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।