আমাদের কথা খুঁজে নিন

   

'সুনন্দার হাতে গভীর কামড়ের দাগ ছিল'

ক্রমেই ঘনীভূত হচ্ছে সুনন্দা পুষ্কর মৃত্যু রহস্য৷ ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী, মৃত্যুর আগে কারোর সঙ্গে ধ্বস্তাধস্তি হয়েছিল সুনন্দার৷ তার হাতে মিলেছে গভীর কামড়ের দাগ৷ পাশাপাশি তার হাত, থুতনি, গলায় অসংখ্য ক্ষত চিহ্নের উল্লেখ করা হয়েছে রিপোর্টে৷

ধ্বস্তাধস্তির ফলেই এই ক্ষত বলে মনে করছেন চিকিৎসকরা৷ এই ক্ষত তার মৃত্যুর কারণ না হলেও, কার সঙ্গে ও কেন তিনি ধ্বস্তাধস্তি করছিলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে৷

সুনন্দা পুষ্করের অটোপসি রিপোর্ট অবশ্য বলছে অতিরিক্ত পরিমাণে ওষুধ খাওয়ার ফলেই শরীরে বিষক্রিয়া হয়ে মারা গিয়েছেন তিনি।

অন্যদিকে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শশী থারুরের স্ত্রী পুষ্করের শরীরে দীর্ঘ দিন ধরে স্লোপয়জেন করা হয়েছে বলে মনে করছে দিল্লি পুলিশ৷ সুন্দার মৃত্যু স্বাভাবিক না হত্যা, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট৷ ফলে তদন্তে ধস্তাধস্তির চিহ্ন নিশ্চিত ভাবে প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

এদিকে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নৈতিক ভাবে শশী থারুরের মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ানো উচিত বলে দাবি জানিয়েছে বিজেপি৷      

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।