কলকাতা পুলিশের দশম বার্ষিক অলঙ্করণ অনুষ্ঠানে এসে প্রশাসনের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পুলিশের কাজ অত্যন্ত কঠিন। আমাদের সকলের নিরাপত্তার দায়িত্ব তাদের ঘাড়েই। রোদ, জল, বৃষ্টি মাথায় নিয়ে তারা আমাদের নিরাপত্তা দেয়। আমরা রাতে ঘুমাতে পারি কারণ তারা আমাদের জন্য জেগে থাকেন।
সাম্প্রতিক গঙ্গাসাগরে পুলিশ প্রশাসনের দায়িত্ব পালনের ভূয়সী প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী পুলিশ কর্মীদের জন্য স্বাস্থ্যবীমা করার কথা জানান। পাশাপাশি রাজ্য সরকার পুলিশের পরিবারের জন্য বিশেষ ব্যবস্থা করবে বলেও জানান তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, পুলিশের কাজেও ভুল হয়। কিন্তু তাদের ভালো কাজের সব সময় কদর দেওয়া উচিত।
তাদের কাজ করার সুযোগ দেওয়া উচিত।
এদিনের অনুষ্ঠানে ৪ টি বিভাগের মোট ১৫ জন পুলিশ আধিকারিককে পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, পরিবহনমন্ত্রী মদন মিত্র, পুলিশ কমিশনার সুরজিত কর পুরকায়স্থসহ বিশিষ্টজনেরা।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।