আমাদের কথা খুঁজে নিন

   

ওবামা প্রশাসনের ওয়েবসাইট সচল

এক প্রতিবেদনে সংবাদ সংস্থা রয়টার্স ওবামা প্রশাসনের বরাতে জানিয়েছে, হ্যাকারদের আক্রমণে ক্ষতিগ্রস্ত ওয়েবসাইটটির সফটওয়্যারজনিত সমস্যা সমাধান করা হয়েছে।
১ অক্টোবর থেকে সাইটটিতে ভিজিটর প্রবেশ বন্ধ ছিল। ওয়েবসাইটটিতে ৩৬টি অঙ্গরাজ্যের বীমাসংক্রান্ত তথ্য ছিল। সাইটটি সচল হওয়ার পর যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার জানিয়েছে, গত সপ্তাহে ৮৬ লাখ ভিজিটর সাইটটিতে ঢুকেছেন।
হোয়াইট হাউজের মুখপাত্র জে ক্যার্নি জানান, সাইটটিতে বহু মানুষ ঢুঁ মেরেছেন। মানুষের আগ্রহের কারণে ভিজিটরের সংখ্যা প্রত্যাশিত সংখ্যার চেয়েও বেশি ছিল।
প্রযুক্তি বিশেষজ্ঞরা জানিয়েছেন, সরকারের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটটির সিস্টেম আর্কিটেকচার, অনলাইন ট্রাফিকসহ আরও কিছু সমস্যা থাকায় এ মাসের প্রথম সপ্তাহে ভিজিটরদের অনলাইন রেজিস্ট্রেশনে বিড়ম্বনায় পড়তে হয়।
ধারণা করা হয়, ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাকের মাধ্যমে হ্যাকাররা সাইটটির ট্রাফিক বাড়িতে দেয়। এতে সাইটটি নিষ্ক্রিয় হয়ে যায়।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।