আমাদের কথা খুঁজে নিন

   

‌‌''আদমের ভুলে আদম সমাজ''

সুন্দরের দূরত্ব কখনো হয় না ক্ষয়, কাছে না পেয়ে না পাওয়ার দেয় অফুরন্ত পরিচয় ।


আদমে প্রান মিলিল, অবশেষে সংঙ্গী হল
মিলিল সবার সেরা মান
ফেরেশতাগন সেজদা করলেন,পবিত্রতা বজায় রাখলেন
যে জন তাহা ভঙ্গ করলেন, সে জনাতে পাপ মিলিল
আকারে শয়তানই তার নাম।
কু কর্ম তার ধর্ম হ’ল, হাওয়াতে চাল চালিল
বিনময় লিপ্ত হ’ল, আদমেরই প্রান
গুরুর নির্দেশ না মানিয়া, ছলনার তল তলাইয়া
অকাল কালে হারালো যে চিরশান্তির পথ,

ছিটকে পড়ল পৃ-র চরন তলে, ঠাই মিলিল পরম গলে
কে কাকে খুজে বেড়ায়, বোঝে নারে মন
অচল সেই পৃ-তখন, আপন করে নিল স্বজন
আদমেরই চরন তলে ধন্য হ’ল পৃ-নলে
না বুঝিয়াও বুঝিল সে, ভুলে ভুলে সর্ব হারা আদমেরই প্রান


অবচেতন মনের অবুঝ প্রলাপ‍ ‘চলবে’

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।